Ajker Patrika

মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৩০ মিনিট পরই ছেলের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৩
মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৩০ মিনিট পরই ছেলের মৃত্যু

মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৩০ মিনিট পরই ছেলে মুজাহিদুল ইসলাম সজিবের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকার কোনাবাড়ি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন সজীবের দুলাভাই মোনায়েম খান লিটু। 

মৃত মুজাহিদুল ইসলাম সজিব গাজীপুরের ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) মার্চেন্ট এজিএম পদে কর্মরত ছিলেন। তিনি বরগুনার পাথরঘাটা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর কর্মকর্তা মৃত্যু আবদুর রশীদ মিয়ার ছেলে। 
 
ইসলাম গার্মেন্টসের (ইউনিট ২) ফ্যাশন ডিজাইনার ফয়সাল আহমেদ বলেন, ডেস্কে কাজ করার একপর্যায়ে বেলা ৩টার দিকে সজীব ওয়াশ রুমে গিয়ে হাতমুখ ধুয়ে ফেরেন। এ সময় তিনি চেয়ার থেকে পড়ে যান। পরে অন্য সহকর্মীদের সহায়তায় অফিসের নামাজের স্থানে নিয়ে তাঁকে শোয়ানো হয়। কিন্তু অবস্থা খারাপের দিকে গেলে স্থানীয় কোনাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

 সজীব তাঁর পার্সোনাল ফেসবুক আইডিতে মাকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছিল তা হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হল। 

‘দ্বিমত থাকতেই পারে কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, ইনকাম যত কষ্টেরই হোক না কেন, তবে নিজের বাবা-মায়ের মুখে খাবার তুলে দেওয়া, বাবা-মায়ের দেখাশোনা করার দায়িত্ব শুধুমাত্র অনেক বেশি সৌভাগ্যবানেরাই নিতে পারে। 

নিজের বাবা-মা কে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। বাবা-মা যে কি জিনিস তা যাদের বাবা-মা নেই তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাদের থেকে ভালো উত্তর আর কেউই দিতে পারবে না।’ 

এদিকে, সজীবের মৃত্যু খবর তাঁর নিজ বাড়ি পাথরঘাটায় ছড়িয়ে পরলে পরিবার, স্বজন ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সজীব গত রোববার পাথরঘাটা থেকে অফিশিয়াল ছুটি কাটিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত