পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৩০ মিনিট পরই ছেলে মুজাহিদুল ইসলাম সজিবের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকার কোনাবাড়ি হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন সজীবের দুলাভাই মোনায়েম খান লিটু।
মৃত মুজাহিদুল ইসলাম সজিব গাজীপুরের ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) মার্চেন্ট এজিএম পদে কর্মরত ছিলেন। তিনি বরগুনার পাথরঘাটা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর কর্মকর্তা মৃত্যু আবদুর রশীদ মিয়ার ছেলে।
ইসলাম গার্মেন্টসের (ইউনিট ২) ফ্যাশন ডিজাইনার ফয়সাল আহমেদ বলেন, ডেস্কে কাজ করার একপর্যায়ে বেলা ৩টার দিকে সজীব ওয়াশ রুমে গিয়ে হাতমুখ ধুয়ে ফেরেন। এ সময় তিনি চেয়ার থেকে পড়ে যান। পরে অন্য সহকর্মীদের সহায়তায় অফিসের নামাজের স্থানে নিয়ে তাঁকে শোয়ানো হয়। কিন্তু অবস্থা খারাপের দিকে গেলে স্থানীয় কোনাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
সজীব তাঁর পার্সোনাল ফেসবুক আইডিতে মাকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছিল তা হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হল।
‘দ্বিমত থাকতেই পারে কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, ইনকাম যত কষ্টেরই হোক না কেন, তবে নিজের বাবা-মায়ের মুখে খাবার তুলে দেওয়া, বাবা-মায়ের দেখাশোনা করার দায়িত্ব শুধুমাত্র অনেক বেশি সৌভাগ্যবানেরাই নিতে পারে।
নিজের বাবা-মা কে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। বাবা-মা যে কি জিনিস তা যাদের বাবা-মা নেই তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাদের থেকে ভালো উত্তর আর কেউই দিতে পারবে না।’
এদিকে, সজীবের মৃত্যু খবর তাঁর নিজ বাড়ি পাথরঘাটায় ছড়িয়ে পরলে পরিবার, স্বজন ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সজীব গত রোববার পাথরঘাটা থেকে অফিশিয়াল ছুটি কাটিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৩০ মিনিট পরই ছেলে মুজাহিদুল ইসলাম সজিবের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকার কোনাবাড়ি হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন সজীবের দুলাভাই মোনায়েম খান লিটু।
মৃত মুজাহিদুল ইসলাম সজিব গাজীপুরের ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) মার্চেন্ট এজিএম পদে কর্মরত ছিলেন। তিনি বরগুনার পাথরঘাটা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর কর্মকর্তা মৃত্যু আবদুর রশীদ মিয়ার ছেলে।
ইসলাম গার্মেন্টসের (ইউনিট ২) ফ্যাশন ডিজাইনার ফয়সাল আহমেদ বলেন, ডেস্কে কাজ করার একপর্যায়ে বেলা ৩টার দিকে সজীব ওয়াশ রুমে গিয়ে হাতমুখ ধুয়ে ফেরেন। এ সময় তিনি চেয়ার থেকে পড়ে যান। পরে অন্য সহকর্মীদের সহায়তায় অফিসের নামাজের স্থানে নিয়ে তাঁকে শোয়ানো হয়। কিন্তু অবস্থা খারাপের দিকে গেলে স্থানীয় কোনাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
সজীব তাঁর পার্সোনাল ফেসবুক আইডিতে মাকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছিল তা হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হল।
‘দ্বিমত থাকতেই পারে কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, ইনকাম যত কষ্টেরই হোক না কেন, তবে নিজের বাবা-মায়ের মুখে খাবার তুলে দেওয়া, বাবা-মায়ের দেখাশোনা করার দায়িত্ব শুধুমাত্র অনেক বেশি সৌভাগ্যবানেরাই নিতে পারে।
নিজের বাবা-মা কে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। বাবা-মা যে কি জিনিস তা যাদের বাবা-মা নেই তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাদের থেকে ভালো উত্তর আর কেউই দিতে পারবে না।’
এদিকে, সজীবের মৃত্যু খবর তাঁর নিজ বাড়ি পাথরঘাটায় ছড়িয়ে পরলে পরিবার, স্বজন ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সজীব গত রোববার পাথরঘাটা থেকে অফিশিয়াল ছুটি কাটিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৩ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৬ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
২০ মিনিট আগে