Ajker Patrika

পাথরঘাটায় কুকুরের কামড়ে আহত ৩০ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় কুকুরের কামড়ে আহত ৩০ 

বরগুনার পাথরঘাটায় কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্ট্রার থেকে জানা যায়, গতকাল রোববার বিকেলে থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়েছে ৩০ জন। তাঁরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে চার বছরের শিশু রিফাতের অবস্থা বেশি গুরুতর। 

পৌর শহরের বাসিন্দা বিমল চন্দ্র শীল বলেন, আজ থানার পাশ থেকে বাজারে আসার পথে পেছন থেকে এসে একটি কুকুর হঠাৎ করে পায়ে কামড় বসায়। অনেক চেষ্টা করেও রক্ষা করতে না পারায় এলাকায় লোকজন এসে কুকুরটিকে ধাওয়া দিয়ে আমাকে রক্ষা করেন। এতে আমার পায়ের গোড়ালি ছিঁড়ে গেছে। 

সদর ইউনিয়নের টেংরা গ্রামের রিফাতের বাবা আব্দুল্লাহ বলেন, গতকাল বিকেলে বাড়ির পাশে বসে খেলার সময় একটি কুকুর এসে কামড়িয়ে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে ফেলে। কুকুরটি রিফাতের শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস তুলে ফেলে। এ সময় রিফাতের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্ষা করে। আশপাশে লোকজন না থাকলে কুকুর থেকে ছেলেকে বাঁচানো সম্ভব হতো না। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান বলেন, গত দু'দিনে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে ৩০ জন হাসপাতাল চিকিৎসা নিতে এসেছেন। 

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ডাক্তার অরবিন্দ দাস বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কুকুর নিধন দণ্ডনীয় অপরাধ। সে ক্ষেত্রে জলাতঙ্ক ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই অতি শিগগিরই পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যান নিয়ে বৈঠক ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করে ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত