বেচাকেনা কম পুরোনো শীতবস্ত্রের দোকানে
উজিরপুরে পৌরসভার উপজেলা পরিষদের সামনে বসে স্বল্প মূল্যের শীতের পোশাকের হাট। শীতের মৌসুমে অগ্রহায়ণ, পৌষ ও মাঘ মাসে অস্থায়ী এই শীতের পোশাকের দোকানগুলো দেখা যায়। তবে এবার এগুলোতে বেচাবিক্রি একেবারেই কম বলে জানান বিক্রেতারা।