তরমুজখেতে ফল ধরেনি লোকসান শতকোটি টাকা
মাঠ ছেয়ে আছে তরমুজগাছে। ফুটেছে ফুল, কিন্তু ধরেনি ফল। বরগুনার তালতলী উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজের ফলন হয়নি। এতে শতকোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। দ্রুত কৃষি বিভাগকে গাছের এমন সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।