Ajker Patrika

মিথ্যা মামলা করে নিজেই ফেঁসে গেলেন বাদী 

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মিথ্যা মামলা করে নিজেই ফেঁসে গেলেন বাদী 

বরগুনার আমতলীতে মিথ্যা যৌন হয়রানি মামলা করায় বাদী শিখা রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, ২০১৪ সালে আমতলীর সুভাস চন্দ্র হাওলাদারের স্ত্রী শিখা রানী যৌন হয়রানির অভিযোগ এনে পৌর কাউন্সিলর মো. জান্নাতুল ফেরদৌসের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে আসামি ফেরদৌসের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ৬ বছর মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় থাকলেও একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়নি। পরে আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামি জান্নাতুল ফেরদৌসকে খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেয়। একই আদেশে বাদী শিখা রানীর বিরুদ্ধে জান্নাতুল ফেরদৌসকে নারী শিশু নির্যাতন দমন আইনের-২০০০ (সংশোধিত ২০০৩) ৯ এর ৪ (খ) ১৭ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেয়। 

চলতি বছর ২ ফেব্রুয়ারি জান্নাতুল ফেরদৌস বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শিখা রানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল রাতে পুলিশ শিখা রানীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। আজ পুলিশ তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. নাহিদ হোসেন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

মো. জান্নাতুল ফেরদৌস বলেন, আমাকে হয়রানি করতে শিখা রানী মিথ্যা মামলা দায়ের করেছিলেন। মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আমাকে খালাস দেয়। পরে বিচারক বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। 

জান্নাতুল ফেরদৌস আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় আমি বিচার চাই। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, নারী শিশু নির্যাতন দমন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি শিখা রানীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত