আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে মিথ্যা যৌন হয়রানি মামলা করায় বাদী শিখা রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ২০১৪ সালে আমতলীর সুভাস চন্দ্র হাওলাদারের স্ত্রী শিখা রানী যৌন হয়রানির অভিযোগ এনে পৌর কাউন্সিলর মো. জান্নাতুল ফেরদৌসের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে আসামি ফেরদৌসের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ৬ বছর মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় থাকলেও একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়নি। পরে আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামি জান্নাতুল ফেরদৌসকে খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেয়। একই আদেশে বাদী শিখা রানীর বিরুদ্ধে জান্নাতুল ফেরদৌসকে নারী শিশু নির্যাতন দমন আইনের-২০০০ (সংশোধিত ২০০৩) ৯ এর ৪ (খ) ১৭ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেয়।
চলতি বছর ২ ফেব্রুয়ারি জান্নাতুল ফেরদৌস বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শিখা রানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল রাতে পুলিশ শিখা রানীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। আজ পুলিশ তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. নাহিদ হোসেন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মো. জান্নাতুল ফেরদৌস বলেন, আমাকে হয়রানি করতে শিখা রানী মিথ্যা মামলা দায়ের করেছিলেন। মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আমাকে খালাস দেয়। পরে বিচারক বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।
জান্নাতুল ফেরদৌস আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় আমি বিচার চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, নারী শিশু নির্যাতন দমন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি শিখা রানীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বরগুনার আমতলীতে মিথ্যা যৌন হয়রানি মামলা করায় বাদী শিখা রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ২০১৪ সালে আমতলীর সুভাস চন্দ্র হাওলাদারের স্ত্রী শিখা রানী যৌন হয়রানির অভিযোগ এনে পৌর কাউন্সিলর মো. জান্নাতুল ফেরদৌসের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে আসামি ফেরদৌসের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ৬ বছর মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় থাকলেও একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়নি। পরে আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামি জান্নাতুল ফেরদৌসকে খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেয়। একই আদেশে বাদী শিখা রানীর বিরুদ্ধে জান্নাতুল ফেরদৌসকে নারী শিশু নির্যাতন দমন আইনের-২০০০ (সংশোধিত ২০০৩) ৯ এর ৪ (খ) ১৭ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেয়।
চলতি বছর ২ ফেব্রুয়ারি জান্নাতুল ফেরদৌস বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শিখা রানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল রাতে পুলিশ শিখা রানীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। আজ পুলিশ তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. নাহিদ হোসেন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মো. জান্নাতুল ফেরদৌস বলেন, আমাকে হয়রানি করতে শিখা রানী মিথ্যা মামলা দায়ের করেছিলেন। মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আমাকে খালাস দেয়। পরে বিচারক বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।
জান্নাতুল ফেরদৌস আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় আমি বিচার চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, নারী শিশু নির্যাতন দমন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি শিখা রানীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাঁরা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
৩৯ মিনিট আগেঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শুকুর শিকদার (৩৪) সামাইর গ্রামের গদু সিকদারের ছেলে। তিনি রঙের কাজ করতেন।
৪০ মিনিট আগেদীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
৩ ঘণ্টা আগে