Ajker Patrika

আমতলীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪: ৩১
আমতলীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

বোরো ধানখেতে পানি দিতে গিয়ে সেচ মেশিনে বিদ্যুতায়িত হয়ে কৃষক মো. খালেক মৃধা মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে উপজেলার গুলিশাখালী গ্রামের কৃষক খালেক মৃধা নিজের বোরো ধানখেতে বৈদ্যুতিক সেচ মেশিন দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় বিদ্যুতায়িত হন তিনি। খবর পেয়ে স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তন্ময় রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মৃতের ছোট ভাই মালেক মৃধা বলেন, ‘আমার বড় ভাই বৈদ্যুতিক সেচ মেশিনে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’ 

এ বিষয়ে ডা. তন্ময় রহমান বলেন, খালেক মৃধাকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত