Ajker Patrika

মামলা করে বিপাকে বৃদ্ধ, ভাতিজাদের হুমকিতে বাড়ি ছাড়া

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মামলা করে বিপাকে বৃদ্ধ, ভাতিজাদের হুমকিতে বাড়ি ছাড়া

ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পরেছেন হাতেম পাহলান নামে ৬৫ বছরের এক বৃদ্ধ। বৃদ্ধের অভিযোগ মামলা তুলে না নিলে তাঁর ঘরে আগুন দিয়ে তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন তাঁর ভাতিজারা। তাঁদের ভয়ে গত এক সপ্তাহ ধরে তিনি ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বৃদ্ধ হাতেম পাহলানের ছেলে সন্তান না থাকায় ২০১৪ সালে তাঁর ছয় মেয়ের নামে ৪৬ শতাংশ জমি দলিল করে দেন। এতে ক্ষিপ্ত হয় ভাইয়ের ছেলে মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান। গত ২২ জানুয়ারি ওই জমির মুগডাল খেতে জোরপূর্বক মনু পাহলান ড্রেন কাটেন। এতে বৃদ্ধ হাতেম পাহলান বাধা দিলে তাঁর মেয়ে কমলা ও জামাতাসহ ৮ জনকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে মনু পাহলান ও তাঁর সহযোগীরা। তাঁদের ভয়ে ঘটনার ১৫ দিনেও আমতলী থানায় মামলা করতে সাহস পাননি বৃদ্ধ। 

এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি হাতেম পাহলান ১১ জনকে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান ওই মামলাটি আমলে নেন। এরপর তিনি আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিকে মামলা দায়েরের পরপরই বৃদ্ধের ভাতিজা মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান তাঁকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। মামলা তুলে না নিলে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেন এমন অভিযোগ বৃদ্ধ হাতেম পাহলানের। ভাইয়ের ছেলেদের ভয়ে তিনি ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। গত এক সপ্তাহ ধরে তাঁরা বাড়ি যেতে পারছেন না।

বৃদ্ধের মেয়ে কমলা বেগম বলেন, ‘মামলা তুলে না নিলে মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান ও তাঁর লোকজন ঘরে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা তাঁদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’ 

বৃদ্ধ হাতেম পাহলান কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মুই আদালতে মামলা হরে বিপদে পরছি। মামলা তুইল্ল্যা না নিলে ঘরে আগুন দিয়া মোরে পুইর্যা মারবে। মুই ওগো ডরে গত এক সপ্তাহ ধইর্যা বাড়ি যাইতে পারি না। বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় পলাইয়্যা থাহি। মুই বৃদ্ধ মানুষ, এত যন্ত্রনা সয় না।’ 

বৃদ্ধ আরও বলেন, ‘মোর পোলা নাই ছয়ডা মাইয়্যা। মুই মাইয়্যাগো জমি লেইখ্যা দিছি, হেইতে ভাইয়ের পোলা মনু পাহলান, আফেজ পাহলান ও জালাল পাহলান ক্ষিপ্ত হয়ে মোর জমি জোরপূর্বক ভোগ দখল করছে। মুই এইয়্যার বিচার চাই।’

মামলার আসামি মনু পাহলান জীবন নাশের হুমকির কথা অস্বীকার করে বলেন, ‘চাচা আমাদের বঞ্চিত করে মেয়েদের নামে জমি লিখে দিয়েছেন।’ 

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশ মতে মামলা এহাজার হিসেবে গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত