Ajker Patrika

উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে মারধর

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৩: ৪৭
উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে মারধর

অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার চাচাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার আমতলী থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকায় গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সবুজবাগ এলাকার এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে একই এলাকার বাসিন্দা সোলায়মান তালুকদার (১৮)। গত বৃহস্পতিবার রাতে উত্ত্যক্তের বিষয়টি ওই ছাত্রীর চাচা সোলায়মানের পরিবারের কাছে জানান। এতে ক্ষিপ্ত হয়ে সোলায়মান, তাঁর সহযোগী রুস্তম ও তাঁর পরিবারের লোকজন ওই ছাত্রীর চাচাকে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। রাতেই স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ছাত্রীর চাচা গত এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল আমতলী থানায় অভিযোগ দেওয়া হয়।

ওই স্কুলছাত্রী এ বিষয়ে বলে, ‘প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে সোলায়মান আমাকে উত্ত্যক্ত করে, প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে আরও বেশি উত্ত্যক্ত করে সে। পরে এ ঘটনা মাকে জানাই।’

ওই ছাত্রীর চাচা বলেন, ‘উত্ত্যক্ত করার বিষয়টি সোলায়মানের পরিবারের কাছে জানালে, তারা ছেলের বিচার না করে উল্টো আমাকে মারধর করে। আমি এ ঘটনার বিচার চাই।’

অভিযুক্ত সোলায়মান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে মারধরের ঘটনা ঘটেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোর্শেদ আলম এ বিষয়ে বলেন, ‘ছাত্রীর চাচাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত