Ajker Patrika

বাংলাদেশে চীনা কমলা রপ্তানি, এক মাসেই ভুটানের আয় ২৪ লাখ ডলার

ভুটানের ম্যান্ডারিন রপ্তানির প্রধান বাজার ভারত ও বাংলাদেশ। ছবি: সংগৃহীত
ভুটানের ম্যান্ডারিন রপ্তানির প্রধান বাজার ভারত ও বাংলাদেশ। ছবি: সংগৃহীত

গত ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছে ম্যান্ডারিন বা চীনা কমলা রপ্তানির মৌসুম। ভুটান এরই মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৭০৩ বাক্স কমলা বাংলাদেশে রপ্তানি করেছে। এ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৩ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার আয় করেছে দেশটি।

ভুটানের কৃষি বিপণন ও সমবায় বিভাগের তথ্য অনুযায়ী, ২৭ জন রপ্তানিকারক পাঁচটি প্রধান গেটওয়ে—গেলেপু, সামদ্রুপজংখার, সামটসে, ফুয়েনশোলিং এবং নংগলাম—ব্যবহার করে এই রপ্তানি কার্যক্রম পরিচালনা করছেন। এ মৌসুমে মোট ৫২৫টি ট্রাক ব্যবহার করা হয়েছে।

গেলেপু রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে, যেখানে ১ লাখ ৭ হাজার ৯৪৩ বাক্স ম্যান্ডারিন রপ্তানি করে ১৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার আয় হয়েছে। এই গেটওয়েতে ১৫ জন রপ্তানিকারক ৩০৩টি ট্রাক ব্যবহার করেছেন। সামদ্রুপজংখার ২৩ হাজার ৯২৯ বাক্স রপ্তানি করে ৩ লাখ ২ হাজার মার্কিন ডলার আয় করেছে। সামটসে ২২ হাজার ৪৬০ বাক্স রপ্তানি করে ২ লাখ ৮৯ হাজার মার্কিন ডলার আয় করেছে, যেখানে তিনজন রপ্তানিকারক জড়িত।

নংগলাম গেটওয়ে ৪৭টি ট্রাক ব্যবহার করে ১৬ হাজার ২৪১ বাক্স রপ্তানি করেছে এবং ফুয়েনশোলিং ১৫ হাজার ১৩০ বাক্স রপ্তানি করেছে। এই দুটি গেটওয়েতে যথাক্রমে দুইজন করে রপ্তানিকারক কাজ করছেন।

রপ্তানিকারকেরা বড় ম্যান্ডারিন (মিল) প্রতি বাক্স ১ হাজার ৪০০ নু (ভুটানি মুদ্রা যা বাংলাদেশি টাকার প্রায় সমান) এবং ছোট ম্যান্ডারিন (কিল) প্রতি বাক্স ১ হাজার ২০০ নু করে বিক্রি করছেন। বাংলাদেশে এসব ম্যান্ডারিনের মূল্য বেড়ে দাঁড়ায় যথাক্রমে প্রতি বাক্স ১৫ ডলার এবং ১২ ডলার।

কমলা উৎপাদন ও রপ্তানিতে ভুটান সরকার নানাভাবে প্রণোদনা দিচ্ছে। এর মধ্যে ভুটান–ভারত সীমান্ত গেটের কাছে রপ্তানি ডিপো নির্মাণ, তহবিল সরবরাহ, রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যপ্রাণী প্রবেশ রোধে পরিখা খনন ও রাস্তার ধুলি কমাতে পানির ট্যাংকের ব্যবস্থা করা অন্যতম।

ভুটান সরকারের বাণিজ্য পরিসংখ্যান ২০২৩ অনুসারে, দেশটি প্রতি বছর ১৩ কোটি ৩৮ লাখ ২ হাজার ৭৮৮ কেজি ম্যান্ডারিন রপ্তানি করে ৫০ দশমিক ৮৫৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।

প্রধানত বাংলাদেশ এবং ভারতে রপ্তানির জন্য ভুটানে ম্যান্ডারিন উৎপাদিত হয়। ২০২৩ সালে ভুটান প্রায় ২১ হাজার ১৭০ টন ম্যান্ডারিন উৎপাদন করেছে, যেখানে ২০২২ সালে ছিল মাত্র ২ হাজার ৭০৩ টন।

ভুটানের প্রায় সর্বত্র ম্যান্ডারিন উৎপাদিত হয়। দেশজুড়ে মোট ২৬ হাজার ৯৬৩ জন বাণিজ্যিক উৎপাদক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক—সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত