আজকের পত্রিকা ডেস্ক
ইরানে মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে যাচ্ছে বৈশ্বিক তেলের বাজারেও। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহের শুরুতে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল ব্রেন্ট তেলের দাম ছিল ৭৭ দশমিক শূন্য ১ ডলার, যা গত ১৫ জুনের তুলনায় ১০ শতাংশ বেশি। ওই সময় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরান তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেন, যা মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করেছে।
ওই অঞ্চলের ভূরাজনৈতিক বিশ্লেষক এবং ওপেকের সাবেক কর্মকর্তা হোর্হে লিয়ন বলেন, ‘ইরান যদি পাল্টা হামলা চালায় বা আঞ্চলিক তেল স্থাপনাগুলোতে আঘাত হানে, তবে দাম বাড়তে পারে। যদি তারা পাল্টা হামলা না চালায়, তবু ভূরাজনৈতিক কারণে তেলের দাম বেড়ে যাওয়া স্বাভাবিক।’
বিশ্ববাজারে তেলের মূল মানদণ্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—গত শুক্রবার এই দুটিরই দাম বাড়তে দেখা গেছে। এসইবির বিশ্লেষক ওলে হভালবাই বলেন, ‘বাজার খোলার পরপরই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ থেকে ৫ ডলার পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে।’
এদিকে হরমুজ প্রণালি বন্ধ হলে তেলের দাম ছুঁতে পারে ১৩০ ডলার পর্যন্ত। প্রসঙ্গত, পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিক্রিয়ায় আজ হরমুজ প্রণালি বন্ধের প্রস্তাব পাস করেছে ইরানের পার্লামেন্ট। বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই হরমুজ প্রণালি দিয়ে। ইরান এর আগেও হুমকি দিয়েছিল, নিজেদের স্বার্থে আঘাত লাগলে তারা এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিতে পারে। এই প্রণালি বন্ধ হলে তেলের দাম বাড়তে পারে রেকর্ড হারে।
জেপি মরগান পূর্বাভাস দিয়েছে, দীর্ঘমেয়াদি সংঘাতে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৩০ ডলারে পৌঁছাতে পারে। যদি এমন পরিস্থিতি হয়, তবে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, পণ্য পরিবহনের খরচ বাড়বে এবং ভোক্তাদের জ্বালানির জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা।
এর আগে ২০০৮ সালের জুলাই মাসে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের ঠিক আগে ব্রেন্ট তেলের দাম সর্বোচ্চ ১৪৭ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। যদি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ে, এবার সেই রেকর্ড ভাঙতে পারে। তবে কয়েকজন বিশ্লেষক বলছেন, চীনমুখী ইরানি রপ্তানি তেলও এই প্রণালি দিয়েই যায়, তাই ইরান স্বতঃস্ফূর্তভাবে হরমুজ প্রণালি বন্ধ করবে—এমন সম্ভাবনা এখনো কম।
ইরানে মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে যাচ্ছে বৈশ্বিক তেলের বাজারেও। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহের শুরুতে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল ব্রেন্ট তেলের দাম ছিল ৭৭ দশমিক শূন্য ১ ডলার, যা গত ১৫ জুনের তুলনায় ১০ শতাংশ বেশি। ওই সময় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরান তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেন, যা মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করেছে।
ওই অঞ্চলের ভূরাজনৈতিক বিশ্লেষক এবং ওপেকের সাবেক কর্মকর্তা হোর্হে লিয়ন বলেন, ‘ইরান যদি পাল্টা হামলা চালায় বা আঞ্চলিক তেল স্থাপনাগুলোতে আঘাত হানে, তবে দাম বাড়তে পারে। যদি তারা পাল্টা হামলা না চালায়, তবু ভূরাজনৈতিক কারণে তেলের দাম বেড়ে যাওয়া স্বাভাবিক।’
বিশ্ববাজারে তেলের মূল মানদণ্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—গত শুক্রবার এই দুটিরই দাম বাড়তে দেখা গেছে। এসইবির বিশ্লেষক ওলে হভালবাই বলেন, ‘বাজার খোলার পরপরই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ থেকে ৫ ডলার পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে।’
এদিকে হরমুজ প্রণালি বন্ধ হলে তেলের দাম ছুঁতে পারে ১৩০ ডলার পর্যন্ত। প্রসঙ্গত, পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিক্রিয়ায় আজ হরমুজ প্রণালি বন্ধের প্রস্তাব পাস করেছে ইরানের পার্লামেন্ট। বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই হরমুজ প্রণালি দিয়ে। ইরান এর আগেও হুমকি দিয়েছিল, নিজেদের স্বার্থে আঘাত লাগলে তারা এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিতে পারে। এই প্রণালি বন্ধ হলে তেলের দাম বাড়তে পারে রেকর্ড হারে।
জেপি মরগান পূর্বাভাস দিয়েছে, দীর্ঘমেয়াদি সংঘাতে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৩০ ডলারে পৌঁছাতে পারে। যদি এমন পরিস্থিতি হয়, তবে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, পণ্য পরিবহনের খরচ বাড়বে এবং ভোক্তাদের জ্বালানির জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা।
এর আগে ২০০৮ সালের জুলাই মাসে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের ঠিক আগে ব্রেন্ট তেলের দাম সর্বোচ্চ ১৪৭ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। যদি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ে, এবার সেই রেকর্ড ভাঙতে পারে। তবে কয়েকজন বিশ্লেষক বলছেন, চীনমুখী ইরানি রপ্তানি তেলও এই প্রণালি দিয়েই যায়, তাই ইরান স্বতঃস্ফূর্তভাবে হরমুজ প্রণালি বন্ধ করবে—এমন সম্ভাবনা এখনো কম।
রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী এবং রিলায়েন্স পাওয়ার লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা অশোক কুমার পাল গ্রেপ্তার হয়েছেন। ১৭ হাজার কোটি রুপির বেশি ব্যাংকঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
৪ ঘণ্টা আগেচীনের পণ্য আমদানিতে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে কার্যকর থাকা ৩০ শতাংশ শুল্কের ওপর এটি যোগ হবে। এর ফলে চীনা পণ্যের ওপর কার্যকর শুল্কের হার প্রায় ১৩০ শতাংশে পৌঁছাতে পারে। আগামী ১ নভেম্বর বা তার আগেই এই নতুন শুল্ক কার্যকর হতে পারে।
৪ ঘণ্টা আগেইরানের ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশমুখী একাধিক ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চালানের জাহাজও রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, তেহরানের জ্বালানি রপ্তানি নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইরানের সহায়তাপ্রাপ্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়ন...
১৪ ঘণ্টা আগেশতাব্দীপ্রাচীন একটি সামাজিক প্রতিষ্ঠান চট্টগ্রাম সমিতি-ঢাকা। সম্প্রতি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্য নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে একটি চক্র সমিতির কার্যালয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
১৪ ঘণ্টা আগে