পশ্চিমবঙ্গের বিধাননগর মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) প্রতিবছর বড় করে বাণিজ্য মেলার আয়োজন করে। এই মেলায় অবধারিতভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা থাকেন। সেই বিধাননগর মেলা উৎসব গতকাল মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্ক ময়দানে শুরু হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো অংশগ্রহণকারী নেই।
টাইমস অব ইন্ডিয়া গত সোমবার এক প্রতিবেদনে জানায়, শহরের বৃহত্তম এবং জনপ্রিয় মেলাগুলোর একটি বিধাননগর মেলা উৎসব। এ বছর বাংলাদেশি ব্যবসায়ীরা মেলায় থাকছেন না। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য প্রতিক্রিয়া এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেলা কর্তৃপক্ষ।
মেলায় স্টল ও প্যাভিলিয়ন বুকিংয়ের দায়িত্বে থাকা একটি সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা বাংলাদেশি ব্যবসায়ীদের জমা দেওয়া অগ্রিম অর্থ ফেরত দিচ্ছেন এবং তাঁদের মেলায় না আসার জন্য অনুরোধ করেছেন।
তবে মেলা কমিটির সভাপতি ও বিএমসি মেয়র কৃষ্ণা চক্রবর্তী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও তৃণমূল নেতারা।
অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের স্টলগুলো আজ বুধবার থেকে খোলা হয়েছে। গত বছর পর্যন্ত অন্তত দুই থেকে তিনটি বাংলাদেশি ঢাকাই ও জামদানি শাড়ির স্টল এখানে বসত। বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এসব স্টল।
কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ না করার বিষয়ে অবগত জানতেন না। তবে তিনি উল্লেখ করেছেন, মেলা কমিটি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সেরা সিদ্ধান্তই নিয়েছে, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়।
এ বছর বিধাননগর মেলা উৎসবে প্রায় ৫০০টি স্টল বসানো হচ্ছে। এর মধ্যে রয়েছে একটি ফুড কোর্ট এবং বিনোদনমূলক রাইড। মেলার অধিকাংশ স্টল প্রস্তুতির শেষ মুহূর্তে। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
পশ্চিমবঙ্গের বিধাননগর মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) প্রতিবছর বড় করে বাণিজ্য মেলার আয়োজন করে। এই মেলায় অবধারিতভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা থাকেন। সেই বিধাননগর মেলা উৎসব গতকাল মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্ক ময়দানে শুরু হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো অংশগ্রহণকারী নেই।
টাইমস অব ইন্ডিয়া গত সোমবার এক প্রতিবেদনে জানায়, শহরের বৃহত্তম এবং জনপ্রিয় মেলাগুলোর একটি বিধাননগর মেলা উৎসব। এ বছর বাংলাদেশি ব্যবসায়ীরা মেলায় থাকছেন না। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য প্রতিক্রিয়া এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেলা কর্তৃপক্ষ।
মেলায় স্টল ও প্যাভিলিয়ন বুকিংয়ের দায়িত্বে থাকা একটি সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা বাংলাদেশি ব্যবসায়ীদের জমা দেওয়া অগ্রিম অর্থ ফেরত দিচ্ছেন এবং তাঁদের মেলায় না আসার জন্য অনুরোধ করেছেন।
তবে মেলা কমিটির সভাপতি ও বিএমসি মেয়র কৃষ্ণা চক্রবর্তী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও তৃণমূল নেতারা।
অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের স্টলগুলো আজ বুধবার থেকে খোলা হয়েছে। গত বছর পর্যন্ত অন্তত দুই থেকে তিনটি বাংলাদেশি ঢাকাই ও জামদানি শাড়ির স্টল এখানে বসত। বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এসব স্টল।
কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ না করার বিষয়ে অবগত জানতেন না। তবে তিনি উল্লেখ করেছেন, মেলা কমিটি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সেরা সিদ্ধান্তই নিয়েছে, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়।
এ বছর বিধাননগর মেলা উৎসবে প্রায় ৫০০টি স্টল বসানো হচ্ছে। এর মধ্যে রয়েছে একটি ফুড কোর্ট এবং বিনোদনমূলক রাইড। মেলার অধিকাংশ স্টল প্রস্তুতির শেষ মুহূর্তে। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা কমেছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম বেড়েছে। পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
৩ ঘণ্টা আগেবাণিজ্যিক বিমানের সাফল্য পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে এর উৎপাদন সংখ্যা। এই ক্ষেত্রে বোয়িং ৭৩৭ কিংবা এয়ারবাস এ৩২০-এর মতো প্রযুক্তিতে ঠাসা উড়োজাহাজের কথাই আগে মাথায় আসে। তবে আশ্চর্যের বিষয় হলো—এগুলোর কোনোটিই ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদিত বাণিজ্যিক বিমান নয়।
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাঁর দেশে আবারও বিশ শতকের ত্রিশ দশকের মতো মহামন্দা দেখা দিতে পারে। বিশেষ করে, মার্কিন আদালত যদি তাঁর ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা আরোপের ক্ষমতা খর্ব করে তাহলে এই বিপর্যয় দেখা দিতে পারে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে