রাশিয়ায় চীনের রপ্তানি ব্যাপক কমেছে। গত অক্টোবরে রাশিয়ায় চীনের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ২৪ শতাংশ। সেখানে গত নভেম্বরে রপ্তানি আগের বছরের এই সময়ের তুলনায় অন্তত সাড়ে ১০ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও রাশিয়ার মধ্যে যে বাণিজ্যিক লেনদেন হয় তার বেশির ভাগের মূল্য পরিশোধ করা হয় চীনা মুদ্রা ইউয়ানে। ফলে, এই বাণিজ্য হ্রাসের বিষয়টি চীনের জন্য একটি নেতিবাচক বিষয়। চীনা শুল্ক বিভাগের তথ্য অনুসারে, চলতি বছরের জুলাই মাসের পর এই প্রথম রাশিয়ায় চীনের রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
চীনা শুল্ক বিভাগের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনের রাশিয়াগামী রপ্তানি নভেম্বরে দুই অঙ্কের সংখ্যা হারে হ্রাস পেয়েছে। এর আগে, গত অক্টোবরে রাশিয়ার চীনের রপ্তানি প্রবৃদ্ধি ২৪ শতাংশ হলেও পরের মাস তথা নভেম্বরেই হ্রাসের মুখ দেখা যায়। যা চলতি বছরের জুনের পর প্রথম হ্রাস।
রাশিয়ায় চীনা পণ্যের রপ্তানি গত মাসে এক বছর আগের তুলনায় সাড়ে ১০ শতাংশ কমেছে। বিপরীতে, রাশিয়া থেকে চীনের আমদানিও কমেছে। গত মাসে ইউয়ান-মূল্যে রাশিয়া থেকে চীনের আমদানি ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। অক্টোবরে রাশিয়া থেকে চীনের আমদানি কমেছিল ৪ দশমিক ৩ শতাংশ। নভেম্বর মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে ২০ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা অক্টোবর থেকে ৫ শতাংশ কম।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৪ ডিসেম্বর বলেন, রাশিয়া-চীন বাণিজ্যের প্রধান চ্যালেঞ্জ হলো পারস্পরিক অর্থ পরিশোধের নিষ্পত্তি এবং উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক এই সমস্যার সমাধানে কাজ করছে।
গত মাসে চীনে তালিকাভুক্ত একটি ফিলিপস, শার্প এবং সনি টেলিভিশন প্রস্তুতকারক কোম্পানি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের নিকটে তাদের কারখানায় বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে খুচরা যন্ত্রাংশের জন্য অর্থ প্রদানের সমস্যার কারণে কাজ বন্ধ করে দেয়।
রাশিয়ায় চীনের রপ্তানি ব্যাপক কমেছে। গত অক্টোবরে রাশিয়ায় চীনের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ২৪ শতাংশ। সেখানে গত নভেম্বরে রপ্তানি আগের বছরের এই সময়ের তুলনায় অন্তত সাড়ে ১০ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও রাশিয়ার মধ্যে যে বাণিজ্যিক লেনদেন হয় তার বেশির ভাগের মূল্য পরিশোধ করা হয় চীনা মুদ্রা ইউয়ানে। ফলে, এই বাণিজ্য হ্রাসের বিষয়টি চীনের জন্য একটি নেতিবাচক বিষয়। চীনা শুল্ক বিভাগের তথ্য অনুসারে, চলতি বছরের জুলাই মাসের পর এই প্রথম রাশিয়ায় চীনের রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
চীনা শুল্ক বিভাগের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনের রাশিয়াগামী রপ্তানি নভেম্বরে দুই অঙ্কের সংখ্যা হারে হ্রাস পেয়েছে। এর আগে, গত অক্টোবরে রাশিয়ার চীনের রপ্তানি প্রবৃদ্ধি ২৪ শতাংশ হলেও পরের মাস তথা নভেম্বরেই হ্রাসের মুখ দেখা যায়। যা চলতি বছরের জুনের পর প্রথম হ্রাস।
রাশিয়ায় চীনা পণ্যের রপ্তানি গত মাসে এক বছর আগের তুলনায় সাড়ে ১০ শতাংশ কমেছে। বিপরীতে, রাশিয়া থেকে চীনের আমদানিও কমেছে। গত মাসে ইউয়ান-মূল্যে রাশিয়া থেকে চীনের আমদানি ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। অক্টোবরে রাশিয়া থেকে চীনের আমদানি কমেছিল ৪ দশমিক ৩ শতাংশ। নভেম্বর মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে ২০ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা অক্টোবর থেকে ৫ শতাংশ কম।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৪ ডিসেম্বর বলেন, রাশিয়া-চীন বাণিজ্যের প্রধান চ্যালেঞ্জ হলো পারস্পরিক অর্থ পরিশোধের নিষ্পত্তি এবং উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক এই সমস্যার সমাধানে কাজ করছে।
গত মাসে চীনে তালিকাভুক্ত একটি ফিলিপস, শার্প এবং সনি টেলিভিশন প্রস্তুতকারক কোম্পানি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের নিকটে তাদের কারখানায় বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে খুচরা যন্ত্রাংশের জন্য অর্থ প্রদানের সমস্যার কারণে কাজ বন্ধ করে দেয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘নাশকতামূলক’ কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে দুজন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
৪ ঘণ্টা আগেমাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘বিশ্বে মাছ উৎপাদনে আমাদের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই। মৎস্য রপ্তানি বাড়াতে সরকারের আলাদা ইকোনমিক জোন করা প্রয়োজন; যেখানে উন্নত প্রযুক্তির সহায়তা
৬ ঘণ্টা আগেসব প্রকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মে মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসি কিনে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা পাওয়ায় মিঠুন দত্তের পর
৭ ঘণ্টা আগে