Ajker Patrika

প্রযুক্তি শিল্পে এগিয়ে যেতে চীনের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত

কলকাতা প্রতিনিধি  
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৬
ভারতীয় কোম্পানিগুলো চীনা সংস্থার সঙ্গে আবারও হাত মেলাতে আগ্রহী হয়ে উঠছে। ছবি: সংগৃহীত
ভারতীয় কোম্পানিগুলো চীনা সংস্থার সঙ্গে আবারও হাত মেলাতে আগ্রহী হয়ে উঠছে। ছবি: সংগৃহীত

ভারত ও চীনের সম্পর্কে এতদিন ছিল উত্তেজনা, সন্দেহ আর সংঘর্ষের রেশ। সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দেশের সম্পর্কের পারদ নেমে গিয়েছিল তলানিতে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ বাজারে ছড়িয়ে পড়েছিল চীনা পণ্যের বিরুদ্ধে বয়কটের ডাক। কিন্তু সাম্প্রতিক সময়ে এ চিত্র যেন পাল্টাচ্ছে। চীনের তিয়ানজিন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকের পর পরিস্থিতি বদলের ইঙ্গিত স্পষ্ট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে জানা যায়, এই বৈঠকের পর ভারতীয় কোম্পানিগুলো চীনা সংস্থার সঙ্গে আবারও হাত মেলাতে আগ্রহী হয়ে উঠছে, বিশেষ করে প্রযুক্তি খাতের বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনে।

প্রথম পদক্ষেপ নিয়েছে ডিক্সন টেকনোলজিস। প্রতিষ্ঠানটি চীনের লংচিইরের সঙ্গে যৌথ উদ্যোগ শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেট থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটার তৈরি হবে। সরকারের তরফেও মিলেছে সবুজ সংকেত।

এর পাশাপাশি তেলেঙ্গানায় রিসল্যুট গ্রুপ চীনের সিক্সইউনাইটেড গ্রুপের সঙ্গে পিসি, ল্যাপটপ ও ট্যাবলেট তৈরির কারখানা গড়ার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক মেলাতেও এই চুক্তি প্রকাশ্যে এসেছে। ফলে শুধু এক বা দুটি প্রতিষ্ঠান নয়, বরং সামগ্রিকভাবে দুই দেশের শিল্প সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে।

তবে সমালোচনার সুরও আছে। বিরোধী নেতারা বলছেন, চীনা বিনিয়োগ ফিরলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে, কর্মসংস্থানে চাপ পড়তে পারে। কিন্তু শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, চীন ছাড়া বৈশ্বিক ইলেকট্রনিকস সরবরাহ চেইন তৈরি করা প্রায় অসম্ভব। বিশ্বের প্রায় ৬০ শতাংশ ইলেকট্রনিক যন্ত্রাংশ এখনো চীনে তৈরি হয়। ফলে বাস্তবতা মেনে চলাই এখন ভারতের জন্য বাধ্যতামূলক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ