Ajker Patrika

দারাজের বিশেষ ক্যাম্পেইনের সাথে আরও উৎসবমুখর হবে বর্ষবরণ

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১১: ৫৮
দারাজের বিশেষ ক্যাম্পেইনের সাথে আরও উৎসবমুখর হবে বর্ষবরণ

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ এক বিশেষ ক্যাম্পেইনের সাথে উদ্‌যাপন করতে যাচ্ছে এবারের বাংলা নববর্ষ। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই পয়লা বৈশাখ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ফ্যাশন, ইলেকট্রনিকস, লাইফস্টাইল, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যের ওপর থাকছে আকর্ষণীয় ছাড়। 

পয়লা বৈশাখ ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকেরা প্রিপেমেন্ট ভাউচার, হট ডিল, মেগা ডিল, ফায়ারওয়ার্ক ভাউচার, ফ্ল্যাশ সেল, শেক শেক, মেগা ভাউচারসহ আরও অনেক আকর্ষণীয় অফার ও সুযোগ উপভোগ করতে পারবেন। 

গ্রাহকদের পেমেন্টের সুবিধার্থে পুরো ক্যাম্পেইনে থাকছে দারাজের প্রিপেমেন্ট পার্টনার বিকাশের ১০% ক্যাশব্যাক অফার। এ ছাড়া পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে লঙ্কাবাংলা ফাইন্যান্স, এইচএসবিসি, প্রাইম ব্যাংক লিমিটেড ও ব্র্যাক ব্যাংক; যাদের মাধ্যমে প্রিপেমেন্টে গ্রাহকেরা ১০% পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন। 

মেগা ডিসকাউন্টে থাকছে সর্বোচ্চ ১২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়। শেক শেক ক্যাম্পেইনের মাধ্যমে স্মার্টফোন জেতার সুযোগ এবং দারাজ ফ্ল্যাশ পাজেল চ্যালেঞ্জ ও ফায়ারওয়ার্ক ভাউচার (সর্বোচ্চ ১০ হাজার ৫০০ টাকা) জেতার সুযোগের সাথে সাথে গ্রাহকেরা পাচ্ছেন বিশেষ কিছু দিনে ফ্ল্যাশ সেল, মিস্টেরি বক্সসহ দারুণ সব অফার। 

এ প্রসঙ্গে দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘বাঙালির জাতিগত পরিপ্রেক্ষিতে সবচেয়ে উৎসবমুখর আয়োজন দেখা যায় পয়লা বৈশাখে। এই জাতিগত স্বাতন্ত্র্য উদ্‌যাপন করতে বিভিন্ন ধরনের বিশেষ অফার ও ডিসকাউন্ট নিয়ে এসেছে দারাজ। শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে আমরা চেষ্টা করব আমাদের সব আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষের চেতনাকে আরও গভীরভাবে ফুটিয়ে তোলার।’ 

এই ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. তাজদীন হাসান বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির সবচেয়ে বর্ণিল ও আনন্দমুখর উৎসব। দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস হিসেবে দারাজে আমরা বাঙালি সংস্কৃতির এই অনন্য চেতনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চাই। তাই গ্রাহকদের জন্য উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলতে আমরা এই ক্যাম্পেইনের আয়োজন করেছি।’ 

ক্যাম্পেইনের ডায়মন্ড স্পনসর হিসেবে রয়েছে লোটো, রিয়েলমি, বাটা, স্টুডিও এক্স (ম্যারিকো), স্যাভলন (এসিআই) ও ডেটল (রেকিট বেনকিজার)। প্লাটিনাম স্পনসরদের মধ্যে রয়েছে সিঙ্গার, ভিশন, মোশন ভিউ, ফ্যাব্রিলাইফ, প্যারাস্যুট ন্যাচারালে (ম্যারিকো), গোদরেজ, ম্যাগি (নেসলে) ও লাইজল (রেকিট বেনকিজার)। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে শাওমি গ্লোবাল স্টোর, সিকেইন, রঙ্গন হারবালস, ফার্নিকম, লিভিংটেক্স, টিপি-লিঙ্ক, ডেল, ফোকাল্যুর, রিবানা, ট্রেন্ডজ, ইমামি ও হায়ার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত