অনলাইন ডেস্ক
বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক এনেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। অত্যাধুনিক ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারের সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারির এই ইলেকট্রিক বাইকের উদ্বোধন ঘোষণা করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি। সি৩২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য শক্তিশালী ১৮০০ ওয়াট মোটর, যা ব্যতিক্রমী পারফরম্যান্স নিশ্চিত করে। বাইকটির ইকো মোডে গতি ৩০ কিমি/ঘণ্টা এবং একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। অন্যদিকে, স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার/ঘণ্টা এবং এক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
সি৩২ ইলেকট্রিক বাইকে উন্নত ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৫০০-এর বেশি চার্জিং সাইকেল সমর্থন করে এবং প্রতিটি পূর্ণ চার্জে মাত্র ২.০৮ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ১০ দশমিক ৬ ঘণ্টা সময় নেয়। ফলে রাতে চার্জ দিয়ে দিনব্যাপী বাইকটি ব্যবহার করা যাবে।
নিরাপত্তা এবং আরামকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে রিভো সি৩২। এর সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক সিস্টেম, যা সর্বোচ্চ স্টপিং পাওয়ার নিশ্চিত করে। সামনে ও পেছনে হাইড্রোলিক সাসপেনশন থাকার ফলে রাইডাররা মসৃণ ও আরামদায়ক রাইড উপভোগ করতে পারেন, এমনকি অপ্রশস্ত বা অসমান রাস্তায়ও। রাতে নিরাপদ যাত্রার জন্য সি৩২ রয়েছে পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, যার মধ্যে এলইডি হেডলাইট, টেইললাইট ও টার্ন সিগন্যাল অন্তর্ভুক্ত।
রিভো সি৩২ শুধু শক্তিশালী পারফরম্যান্সই দেয় না, এর ডিজাইনেও বেশ কার্যকর। ১৪০ কেজি ওজনের মজবুত অথচ হালকা ফ্রেম। বাইকটির সামনে ও পেছনে ৯০/ ৮০-১২ ইঞ্চি ভ্যাকুয়াম টায়ার রয়েছে, যা চলার পথে দুর্দান্ত গ্রিপ ও স্থিতিশীলতা প্রদান করে। ২০৫ এমএম পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় এটি যে কোনো ধরনের রাস্তার জন্য উপযোগী। ব্যক্তিগত জিনিসপত্র বহনের জন্য সিট বাকেটে ২৪ লিটার স্টোরেজ স্পেস রয়েছে। ব্যবহারকারীবান্ধব ডিজাইন ও আরামের সমন্বয়ে এটি শহরে যাতায়াতকারী এবং দূরপাল্লার রাইডারদের জন্য আদর্শ।
এখন থেকে বাংলাদেশের সব শোরুমে বাইকটি পাওয়া যাচ্ছে। এর মূল্য মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা। যাতায়াত সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সি৩২ উন্নত প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করছে, যা প্রতিদিনের যাত্রীদের পাশাপাশি পরিবেশসচেতন রাইডারদের জন্য আদর্শ।
বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক এনেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। অত্যাধুনিক ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারের সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারির এই ইলেকট্রিক বাইকের উদ্বোধন ঘোষণা করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি। সি৩২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য শক্তিশালী ১৮০০ ওয়াট মোটর, যা ব্যতিক্রমী পারফরম্যান্স নিশ্চিত করে। বাইকটির ইকো মোডে গতি ৩০ কিমি/ঘণ্টা এবং একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। অন্যদিকে, স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার/ঘণ্টা এবং এক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
সি৩২ ইলেকট্রিক বাইকে উন্নত ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৫০০-এর বেশি চার্জিং সাইকেল সমর্থন করে এবং প্রতিটি পূর্ণ চার্জে মাত্র ২.০৮ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ১০ দশমিক ৬ ঘণ্টা সময় নেয়। ফলে রাতে চার্জ দিয়ে দিনব্যাপী বাইকটি ব্যবহার করা যাবে।
নিরাপত্তা এবং আরামকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে রিভো সি৩২। এর সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক সিস্টেম, যা সর্বোচ্চ স্টপিং পাওয়ার নিশ্চিত করে। সামনে ও পেছনে হাইড্রোলিক সাসপেনশন থাকার ফলে রাইডাররা মসৃণ ও আরামদায়ক রাইড উপভোগ করতে পারেন, এমনকি অপ্রশস্ত বা অসমান রাস্তায়ও। রাতে নিরাপদ যাত্রার জন্য সি৩২ রয়েছে পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, যার মধ্যে এলইডি হেডলাইট, টেইললাইট ও টার্ন সিগন্যাল অন্তর্ভুক্ত।
রিভো সি৩২ শুধু শক্তিশালী পারফরম্যান্সই দেয় না, এর ডিজাইনেও বেশ কার্যকর। ১৪০ কেজি ওজনের মজবুত অথচ হালকা ফ্রেম। বাইকটির সামনে ও পেছনে ৯০/ ৮০-১২ ইঞ্চি ভ্যাকুয়াম টায়ার রয়েছে, যা চলার পথে দুর্দান্ত গ্রিপ ও স্থিতিশীলতা প্রদান করে। ২০৫ এমএম পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় এটি যে কোনো ধরনের রাস্তার জন্য উপযোগী। ব্যক্তিগত জিনিসপত্র বহনের জন্য সিট বাকেটে ২৪ লিটার স্টোরেজ স্পেস রয়েছে। ব্যবহারকারীবান্ধব ডিজাইন ও আরামের সমন্বয়ে এটি শহরে যাতায়াতকারী এবং দূরপাল্লার রাইডারদের জন্য আদর্শ।
এখন থেকে বাংলাদেশের সব শোরুমে বাইকটি পাওয়া যাচ্ছে। এর মূল্য মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা। যাতায়াত সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সি৩২ উন্নত প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করছে, যা প্রতিদিনের যাত্রীদের পাশাপাশি পরিবেশসচেতন রাইডারদের জন্য আদর্শ।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৩ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৫ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৬ ঘণ্টা আগে