যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে গ্রামীণ ব্যাংক।
গতকাল রোববার বেলা ৩টায় মিরপুর-২-এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছাইদুজ্জামান ভূঞা। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ বলেন, ‘বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতিই শুধু নন, বিশ্বের নিপীড়িত মানুষের মুক্ত সংগ্রামের অনুপ্রেরণার উৎসও হয়ে ওঠেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছে গ্রামীণ ব্যাংক।’
ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বলেন, ‘বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। তাঁর এ গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মধ্যে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠুক এই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমাদের অঙ্গীকার।’
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে গ্রামীণ ব্যাংক।
গতকাল রোববার বেলা ৩টায় মিরপুর-২-এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছাইদুজ্জামান ভূঞা। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ বলেন, ‘বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতিই শুধু নন, বিশ্বের নিপীড়িত মানুষের মুক্ত সংগ্রামের অনুপ্রেরণার উৎসও হয়ে ওঠেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছে গ্রামীণ ব্যাংক।’
ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বলেন, ‘বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। তাঁর এ গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মধ্যে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠুক এই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমাদের অঙ্গীকার।’
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘বিশ্বে মাছ উৎপাদনে আমাদের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই। মৎস্য রপ্তানি বাড়াতে সরকারের আলাদা ইকোনমিক জোন করা প্রয়োজন; যেখানে উন্নত প্রযুক্তির সহায়তা
১ ঘণ্টা আগেসব প্রকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মে মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসি কিনে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা পাওয়ায় মিঠুন দত্তের পর
২ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপনার বাইরে থাকা (অব্যবস্থাপিত) ১০ শতাংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালে এই লক্ষ্যমাত্রা পূরণের পর ২০২৫
৩ ঘণ্টা আগে