Ajker Patrika

‘সমৃদ্ধির পথে এক সাথে’ প্রতিপাদ্য নিয়ে ইফাদ গ্রুপের ৪০ বছর পূর্তি উদযাপন

আজকের পত্রিকা ডেস্ক­
সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে ৪০ বছর পাড়ি দিয়েছে ইফাদ। ছবি: বিজ্ঞপ্তি
সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে ৪০ বছর পাড়ি দিয়েছে ইফাদ। ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য পণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ৪০ বছর পাড়ি দিয়েছে। দীর্ঘ এই যাত্রার স্মারক হিসেবে গতকাল শনিবার (১১ অক্টোবর) ইফাদ গ্রুপ ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফাদ গ্রুপ এখন দেশের একটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টিকারী ও শিল্প খাতের বিকাশে অনন্য ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ টিপুর নেতৃত্বগুণ, সততা ও গ্রাহককেন্দ্রিকতার মূল্যবোধকে ধারণ করে ইফাদ গ্রুপ তাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে।

চার দশকের অগ্রযাত্রা–‘সমৃদ্ধির পথে এক সাথে’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠান ইফাদ পরিবারের প্রতিটি সদস্যদের জন্য গর্ব, আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যানরা, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মীরা।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান চার দশকের অগ্রযাত্রার গল্প তুলে ধরে বলেন, ‘ইফাদের ৪০ বছরের যাত্রা শুধু ব্যবসার নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অগ্রগতির গল্প। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ইফাদ আরও শক্তিশালীভাবে শিল্প, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে ৪০ বছরের দীর্ঘ এই পথ চলায় ইফাদের সহযোদ্ধাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়াও কর্মীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ইফাদ গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্যাক্টরি প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতীক। এছাড়াও, ইফাদের এই ৪০ বছরের উল্লেখযোগ্য মাইলফলক উপলক্ষে ইফাদের আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠানগুলো, যেমন—অশোক লেল্যান্ড, রয়েল এনফিল্ড, অ্যাপোলো টায়ার্স, গালফ অয়েল এবং উইংস গ্রুপ-এর শীর্ষস্থানীয় কর্মকর্তা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রেরণ করেন।

দেশের প্রখ্যাত ক্লাসিকাল নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও তার দলের নৃত্য প্রদর্শন, সংগীতশিল্পী ইমরান ও কনার সংগীতের মূর্ছনা, এছাড়াও, ইফাদ গ্রুপের সদস্যদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের (গান, কুইজ, পডকাস্ট) মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তি

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত