Ajker Patrika

‘ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেল কমিউনিটি ব্যাংক

‘ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেল কমিউনিটি ব্যাংক

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড তিনটি ক্যাটাগরিতে ইনফোসিস-ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে। ‘ইএসজি-লেড ইনোভেশন’ ও ‘প্রসেস ইনোভেশন’ ক্যাটাগরিতে প্ল্যাটিনাম এবং ‘প্রোডাক্ট ইনোভেশনে’ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ব্যাংকটি। 

গতকাল বুধবার কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইনফোসিস-ফিনাকলের একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড হস্তান্তরের আয়োজন করা হয়। 

ইনফোসিস-ফিনাকল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আদিত্য সিঙ্গারাজু এবং বিজনেস কনসালটিং গ্রুপ, ইনফোসিস-ফিনাকল দক্ষিণ এশিয়ার প্রধান রেঘুনাথন সুকুমার পিল্লাই কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরীকে ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ডগুলো হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে আইটি কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী সাইফুদ্দিন মুনীর, আইটি কনসালট্যান্ট লিমিটেডের ডিরেক্টর-বিজনেস ওসমান হায়দারসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

পুরস্কার পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী বলেন, ‘পর পর তিনবার ইনফোসিসের মতো একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করতে পেরে আনন্দিত। এতে প্রমাণিত হয়, ব্যাংকিং পণ্যের বৈচিত্র্যে ও সেবায় আমরা প্রযুক্তির বিবর্তন ও নতুন কিছু উদ্ভাবনে ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত