বিজ্ঞপ্তি
দুই বছর পূর্ণ করে বাংলাদেশে তৃতীয় বছরে পা দিল তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ‘কই তে’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান আউটলেটে এক বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘কই তে’র সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা, চিফ বিজনেস অফিসার মি লাউ ইয়ং কিয়ং, কই তে বাংলাদেশের এবং ট্যাড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আশিকুর রহমান তুহিনসহ বাবল টিপ্রেমীরা।
‘কই তে’ বর্তমানে বিশ্বের ১৫টি দেশে ৬০০টির বেশি আউটলেট নিয়ে এবং কই তের ট্যাড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘কই তে বাংলাদেশ’ পরিচালিত হচ্ছে।
এই দুই বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশের ম্যানেজমেন্ট ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ‘কই তে বাংলাদেশ’ ও বাংলাদেশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। অনুষ্ঠানে ছিল কেক কাটার আয়োজন, প্রাণবন্ত আলোচনা এবং বিশেষ ফুড টেস্টিং সেশন।
দুই বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা নতুন কিছু আইটেম উপস্থাপন করেন। যেগুলো খুব শিগগির দেশের বাজারে আসবে বলে জানানো হয়েছে।
এ সময় কোয়ে মা বলেন, ‘কই তের বাংলাদেশে সফল যাত্রা দেখে আমি ভীষণ আনন্দিত। এটি সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। আগামীতে আরও নতুন স্বাদ ও অভিজ্ঞতা নিয়ে আসবে। সব সময় সতেজতা ও গুণগত মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে কাজ করবে এবং কাজ করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান।’
গত দুই বছরে কই তে বাংলাদেশ অন্যতম জনপ্রিয় বাবল টি ব্র্যান্ড হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। সেরা মানের গোল্ডেন বাবলস ও হ্যান্ডক্রাফটেড বেভারেজের জন্য কই তে এখন অনেক বাবল টিপ্রেমীর তালিকায় শীর্ষে। এ ছাড়া কই তে নিয়মিত নতুন ফ্লেভার ও আকর্ষণীয় অফার নিয়ে আসছে, যা গ্রাহকদের আরও বেশি আকৃষ্ট করছে।
দুই বছর পূর্ণ করে বাংলাদেশে তৃতীয় বছরে পা দিল তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ‘কই তে’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান আউটলেটে এক বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘কই তে’র সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা, চিফ বিজনেস অফিসার মি লাউ ইয়ং কিয়ং, কই তে বাংলাদেশের এবং ট্যাড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আশিকুর রহমান তুহিনসহ বাবল টিপ্রেমীরা।
‘কই তে’ বর্তমানে বিশ্বের ১৫টি দেশে ৬০০টির বেশি আউটলেট নিয়ে এবং কই তের ট্যাড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘কই তে বাংলাদেশ’ পরিচালিত হচ্ছে।
এই দুই বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশের ম্যানেজমেন্ট ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ‘কই তে বাংলাদেশ’ ও বাংলাদেশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। অনুষ্ঠানে ছিল কেক কাটার আয়োজন, প্রাণবন্ত আলোচনা এবং বিশেষ ফুড টেস্টিং সেশন।
দুই বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা নতুন কিছু আইটেম উপস্থাপন করেন। যেগুলো খুব শিগগির দেশের বাজারে আসবে বলে জানানো হয়েছে।
এ সময় কোয়ে মা বলেন, ‘কই তের বাংলাদেশে সফল যাত্রা দেখে আমি ভীষণ আনন্দিত। এটি সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। আগামীতে আরও নতুন স্বাদ ও অভিজ্ঞতা নিয়ে আসবে। সব সময় সতেজতা ও গুণগত মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে কাজ করবে এবং কাজ করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান।’
গত দুই বছরে কই তে বাংলাদেশ অন্যতম জনপ্রিয় বাবল টি ব্র্যান্ড হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। সেরা মানের গোল্ডেন বাবলস ও হ্যান্ডক্রাফটেড বেভারেজের জন্য কই তে এখন অনেক বাবল টিপ্রেমীর তালিকায় শীর্ষে। এ ছাড়া কই তে নিয়মিত নতুন ফ্লেভার ও আকর্ষণীয় অফার নিয়ে আসছে, যা গ্রাহকদের আরও বেশি আকৃষ্ট করছে।
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের ধাক্কায় টালমাটাল বিশ্ববাণিজ্য, বিশেষ করে এশিয়ার দেশগুলো। এশিয়ার অধিকাংশ দেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়ে থাকে। আর শুল্কের কারণে এ খাতে শঙ্কার জন্ম হয়েছে। গত ২০ এপ্রিল লিবারেশন ডে ঘোষণা করে যে শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রভাবের
৯ ঘণ্টা আগেভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর বড় ধাক্কা লেগেছে ভারতের তৈরি পোশাক খাতে। ট্রাম্পের এই শুল্ক ঘোষণার পর থেকে প্রতিদিন আতঙ্কে কাটছে এই খাতের উদ্যোক্তাদের।
১১ ঘণ্টা আগেব্যাংক খাতে লুণ্ঠন, অর্থ পাচার, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নড়বড়ে করে ফেলা, বৈদেশিক মুদ্রার মজুতে চাপ ইত্যাদি কারণে আওয়ামী লীগ আমলের শেষের দিকে অর্থনীতি মহাসংকটে পড়েছিল। এর সরাসরি প্রভাব পড়ে জনজীবনেও। মূল্যস্ফীতিতে দেশবাসীর নাভিশ্বাস ওঠে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের...
১৯ ঘণ্টা আগেচীনা প্রতিষ্ঠান চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিসিডিসি) সঙ্গে দুটি কূপ খননের চুক্তি করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। ৫৯৪ কোটি টাকা ব্যয়ে বাখরাবাদ ও তিতাস এলাকায় গভীর অনুসন্ধানে এ দুটি কূপ খনন করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে...
২০ ঘণ্টা আগে