Ajker Patrika

জা এন জি ইন্টার ইউনিভার্সিটি ভিআর ক্রিকেট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড জা এন জি আয়োজন করেছে ইন্টার ইউনিভার্সিটি ভার্চুয়াল রিয়ালিটি (ভি আর) ক্রিকেট চ্যালেঞ্জ—২০২৫। দেশের শীর্ষস্থানীয় ১০টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার প্রথম পর্ব।

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড। সেখানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের পর তিনজন বিজয়ী নির্বাচিত হন।

ফাইনালে চ্যাম্পিয়ন হন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মো. এনাম খাঁন ইফান, প্রথম রানার আপ হয়েছেন উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে জাহিদুল কবির পাঠান ইফতি এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সওগাত নূর।

প্রথম বিজয়ী ৫০ হাজার এবং দ্বিতীয় ও তৃতীয় জন পান যথাক্রমে ৩০ হাজার এবং ২০ হাজার টাকা।

টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন— কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী, হেড অব সেলস সৈয়দ মহিদুল হোসাইন, হেড অব মার্কেটিং রাজীব সাহা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত