বাংলালিংক ও দেশীয় ফোন ব্র্যান্ড সিম্ফনি যৌথভাবে সাশ্রয়ী মূল্যের একটি ফোরজি ফোন বাজারে এনেছে। ‘আমার প্রথম ফোরজি ফোন’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতে আনা সিম্ফনি ইভো ১০ ফোরজি ফোন ভিওএলটিই সমর্থন করবে।
ডিভাইসটির ক্রেতা বাংলালিংকের ফ্রি ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন চলাকালে ফোনটির ক্রেতা বাংলালিংকের পক্ষ থেকে বিনা মূল্যে ছয় মাসের জন্য ৯ জিবি ইন্টারনেট (৬ জিবি নিয়মিত ফোরজি ইন্টারনেট ও ৩ জিবি ইন্টারনেট টফি ব্রাউজ করার জন্য) পাবেন। প্রথম মাসে ৪ জিবি ডেটা (১ জিবি ফোরজি ডেটা এবং ৩ জিবি টফি ডেটা) পেতে ডায়াল করতে হবে *১২১ * ৭০১ #। পরবর্তী পাঁচ মাসের জন্য প্রতি মাসে ১ জিবি করে ফোরজি ডেটা পেতে ডায়াল করতে হবে *১২১ * ৭০২ #। বাংলালিংকের নতুন ও পুরোনো সব গ্রাহক এই অফার উপভোগ করতে পারবেন।
এই ক্যাম্পেইন নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদি আল আমিন বলেন, ‘দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সিম্ফনির সঙ্গে অংশীদারত্বে মাধ্যমে সাশ্রয়ী ফোরজি ডিভাইস নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। যোগাযোগ অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি সার্বিক প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিতে মানসম্পন্ন সেবা ও নির্ভরযোগ্য ডিভাইস সুলভ মূল্যে প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফোন ব্যবহার করবেন এমন ক্রেতাদের অগ্রাধিকার দিয়ে আমরা এই ক্যাম্পেইন চালু করেছি।’
সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, ‘এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ইভো ১০ ডিভাইস ও বাংলালিংকের সেরা নেটওয়ার্ক দেশের সব মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।’
বাংলালিংক স্টোর, পার্টনার আউটলেট ও দেশজুড়ে সব ওপেন চ্যানেলে পাওয়া যাবে সিম্ফনি ইভো ১০ হ্যান্ডসেট। এতে রয়েছে ২ দশমিক ৪-ইঞ্চি ডিসপ্লে, ৪৮ এমবি র্যাম ও ১২৮ এমবি রম, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সঙ্গে আরও আছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ফ্ল্যাশসহ ডিজিটাল ক্যামেরা। ডিভাইসটিতে ২০০০ কন্টাক্ট সেভ করা যাবে। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, অপেরা মিনি এবং টিকটকের মতো জনপ্রিয় অ্যাপগুলো নির্বিঘ্নে চালানো যাবে।
বাংলালিংক ও দেশীয় ফোন ব্র্যান্ড সিম্ফনি যৌথভাবে সাশ্রয়ী মূল্যের একটি ফোরজি ফোন বাজারে এনেছে। ‘আমার প্রথম ফোরজি ফোন’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতে আনা সিম্ফনি ইভো ১০ ফোরজি ফোন ভিওএলটিই সমর্থন করবে।
ডিভাইসটির ক্রেতা বাংলালিংকের ফ্রি ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন চলাকালে ফোনটির ক্রেতা বাংলালিংকের পক্ষ থেকে বিনা মূল্যে ছয় মাসের জন্য ৯ জিবি ইন্টারনেট (৬ জিবি নিয়মিত ফোরজি ইন্টারনেট ও ৩ জিবি ইন্টারনেট টফি ব্রাউজ করার জন্য) পাবেন। প্রথম মাসে ৪ জিবি ডেটা (১ জিবি ফোরজি ডেটা এবং ৩ জিবি টফি ডেটা) পেতে ডায়াল করতে হবে *১২১ * ৭০১ #। পরবর্তী পাঁচ মাসের জন্য প্রতি মাসে ১ জিবি করে ফোরজি ডেটা পেতে ডায়াল করতে হবে *১২১ * ৭০২ #। বাংলালিংকের নতুন ও পুরোনো সব গ্রাহক এই অফার উপভোগ করতে পারবেন।
এই ক্যাম্পেইন নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদি আল আমিন বলেন, ‘দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সিম্ফনির সঙ্গে অংশীদারত্বে মাধ্যমে সাশ্রয়ী ফোরজি ডিভাইস নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। যোগাযোগ অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি সার্বিক প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিতে মানসম্পন্ন সেবা ও নির্ভরযোগ্য ডিভাইস সুলভ মূল্যে প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফোন ব্যবহার করবেন এমন ক্রেতাদের অগ্রাধিকার দিয়ে আমরা এই ক্যাম্পেইন চালু করেছি।’
সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, ‘এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ইভো ১০ ডিভাইস ও বাংলালিংকের সেরা নেটওয়ার্ক দেশের সব মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।’
বাংলালিংক স্টোর, পার্টনার আউটলেট ও দেশজুড়ে সব ওপেন চ্যানেলে পাওয়া যাবে সিম্ফনি ইভো ১০ হ্যান্ডসেট। এতে রয়েছে ২ দশমিক ৪-ইঞ্চি ডিসপ্লে, ৪৮ এমবি র্যাম ও ১২৮ এমবি রম, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সঙ্গে আরও আছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ফ্ল্যাশসহ ডিজিটাল ক্যামেরা। ডিভাইসটিতে ২০০০ কন্টাক্ট সেভ করা যাবে। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, অপেরা মিনি এবং টিকটকের মতো জনপ্রিয় অ্যাপগুলো নির্বিঘ্নে চালানো যাবে।
সিগারেটের বর্তমান কর চার স্তর কমিয়ে তিন স্তরে নামানো এবং প্রতি শলাকার দাম কমপক্ষে ৯ টাকা নির্ধারণের সুপারিশ করেছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘বাংলাদেশে সিগারেটের করকাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তাঁরা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সিগারেটের করকাঠামো ঢেলে সাজানো...
২২ মিনিট আগেদেশের বিভিন্ন কর অঞ্চল ও কাস্টমস হাউসে কলম বিরতি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সরেজমিনে দেখা যায়, কর্মকর্তারা যথারীতি দপ্তরে এসেছেন। তবে কোনো দাপ্তরিক কাজ করছেন না তাঁরা। কেবল বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট এনবিআরের কর, শুল্ক ও মূসক নীতি বিভাগের কর্মকর্তারা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
৩ ঘণ্টা আগেড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পুঁজিবাজার সংস্কার বৈঠক বিনিয়োগকারীদের আশানুরূপ ফল দেয়নি। বৈঠকে প্রস্তাবিত নির্দেশনাগুলো নতুনত্বহীন ও বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছেন অংশীজনরা। ফলে বিনিয়োগকারীদের আস্থা আরও হ্রাস পেয়েছে, যার প্রতিফলন দেখা গেছে পুঁজিবাজারের সূচকে।
৮ ঘণ্টা আগেঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে ও আয়ারল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৫। পিএফইসি গ্লোবালের আয়োজনে এই এক্সপোটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২০ মে) ঢাকার ওয়েস্টিন হোটেলে। এই অনুষ্ঠানটি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে