Ajker Patrika

জার্মান কোম্পানির সঙ্গে যৌথভাবে ক্ষুরা রোগের টিকা আনল স্কয়ার

জার্মান কোম্পানির সঙ্গে যৌথভাবে ক্ষুরা রোগের টিকা আনল স্কয়ার

এগ্রোভেট ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জার্মানির স্বনামধন্য Boehringer Ingelheim–এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে নিয়ে এল ফুট অ্যান্ড মাউথ ডিজিজের (ক্ষুরা রোগ) ভ্যাকসিন, AFTOVAXPUR®। 

সোমবার (৪ মার্চ) ওয়েস্টিন ঢাকার বলরুমে এই ভ্যাকসিন বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন Boehringer Ingelheim–এর এনিমেল হেলথের কান্ট্রি হেড এবং ডিরেক্টর (ইন্ডিয়া) ড. বিনোদ গোপাল। 

অনুষ্ঠানের কি–নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিভাসুর সাবেক ভিসি এবং ওয়ান হেলথের ন্যাশনাল কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. নিতিশ চন্দ্র দেবনাথ। 

নিরাপদ ভ্যাকসিনের ব্যবহার ও ফার্মের নতুন সমাধান হিসেবে AFTOVAXPUR® সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন Boehringer Ingelheim–এর টেকনিক্যাল ডিরেক্টর ড. নিকোলাস ডিনর্মান্ডি এবং টেকনিক্যাল ও মার্কেটিং ম্যানেজার ড. মোহামেদ আলনাহরাবি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রিয়াজুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ওয়ান হেলথ, এফএও, বাংলাদেশ সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় অধ্যাপকবৃন্দসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তারা। 

সম্মেলনে আগত অতিথিদের অর্ভ্যথনা জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার আরিফুজ্জামান এবং রুবাইয়াত নূরুল হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব জয়ন্ত দত্ত গুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত