এগ্রোভেট ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জার্মানির স্বনামধন্য Boehringer Ingelheim–এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে নিয়ে এল ফুট অ্যান্ড মাউথ ডিজিজের (ক্ষুরা রোগ) ভ্যাকসিন, AFTOVAXPUR®।
সোমবার (৪ মার্চ) ওয়েস্টিন ঢাকার বলরুমে এই ভ্যাকসিন বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন Boehringer Ingelheim–এর এনিমেল হেলথের কান্ট্রি হেড এবং ডিরেক্টর (ইন্ডিয়া) ড. বিনোদ গোপাল।
অনুষ্ঠানের কি–নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিভাসুর সাবেক ভিসি এবং ওয়ান হেলথের ন্যাশনাল কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. নিতিশ চন্দ্র দেবনাথ।
নিরাপদ ভ্যাকসিনের ব্যবহার ও ফার্মের নতুন সমাধান হিসেবে AFTOVAXPUR® সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন Boehringer Ingelheim–এর টেকনিক্যাল ডিরেক্টর ড. নিকোলাস ডিনর্মান্ডি এবং টেকনিক্যাল ও মার্কেটিং ম্যানেজার ড. মোহামেদ আলনাহরাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রিয়াজুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ওয়ান হেলথ, এফএও, বাংলাদেশ সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় অধ্যাপকবৃন্দসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তারা।
সম্মেলনে আগত অতিথিদের অর্ভ্যথনা জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার আরিফুজ্জামান এবং রুবাইয়াত নূরুল হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব জয়ন্ত দত্ত গুপ্ত।
এগ্রোভেট ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জার্মানির স্বনামধন্য Boehringer Ingelheim–এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে নিয়ে এল ফুট অ্যান্ড মাউথ ডিজিজের (ক্ষুরা রোগ) ভ্যাকসিন, AFTOVAXPUR®।
সোমবার (৪ মার্চ) ওয়েস্টিন ঢাকার বলরুমে এই ভ্যাকসিন বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন Boehringer Ingelheim–এর এনিমেল হেলথের কান্ট্রি হেড এবং ডিরেক্টর (ইন্ডিয়া) ড. বিনোদ গোপাল।
অনুষ্ঠানের কি–নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিভাসুর সাবেক ভিসি এবং ওয়ান হেলথের ন্যাশনাল কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. নিতিশ চন্দ্র দেবনাথ।
নিরাপদ ভ্যাকসিনের ব্যবহার ও ফার্মের নতুন সমাধান হিসেবে AFTOVAXPUR® সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন Boehringer Ingelheim–এর টেকনিক্যাল ডিরেক্টর ড. নিকোলাস ডিনর্মান্ডি এবং টেকনিক্যাল ও মার্কেটিং ম্যানেজার ড. মোহামেদ আলনাহরাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রিয়াজুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ওয়ান হেলথ, এফএও, বাংলাদেশ সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় অধ্যাপকবৃন্দসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধতন কর্মকর্তারা।
সম্মেলনে আগত অতিথিদের অর্ভ্যথনা জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার আরিফুজ্জামান এবং রুবাইয়াত নূরুল হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জনাব জয়ন্ত দত্ত গুপ্ত।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা কমেছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম বেড়েছে। পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
১৫ মিনিট আগেবাণিজ্যিক বিমানের সাফল্য পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে এর উৎপাদন সংখ্যা। এই ক্ষেত্রে বোয়িং ৭৩৭ কিংবা এয়ারবাস এ৩২০-এর মতো প্রযুক্তিতে ঠাসা উড়োজাহাজের কথাই আগে মাথায় আসে। তবে আশ্চর্যের বিষয় হলো—এগুলোর কোনোটিই ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদিত বাণিজ্যিক বিমান নয়।
২৪ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাঁর দেশে আবারও বিশ শতকের ত্রিশ দশকের মতো মহামন্দা দেখা দিতে পারে। বিশেষ করে, মার্কিন আদালত যদি তাঁর ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা আরোপের ক্ষমতা খর্ব করে তাহলে এই বিপর্যয় দেখা দিতে পারে।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে