ভিয়েতনাম এয়ারলাইনস ও ভিয়েতজেটের সঙ্গে এমিরেটস দুটি আলাদা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দুবাই এবং ভিয়েতনামের হো চি মিন সিটি ও হ্যানয়ের মধ্যে অতিরিক্ত ভ্রমণ অপশন পাওয়া যাবে। গত ২৮ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত ভিয়েতনাম-ইউএই বিজনেস ফোরামের সাইডলাইনে এসব এমওইউ স্বাক্ষরিত হয়।
ভিয়েতনাম এয়ারলাইনসের সঙ্গে স্বাক্ষরিত এমওইউতে উভয় এয়ারলাইনসের মধ্যে বর্তমান সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হবে। বর্তমান ইন্টারলাইন চুক্তিতে অন্তর্ভুক্ত রুটগুলোর সঙ্গে অতিরিক্ত নতুন রুট যুক্ত হবে। একই সঙ্গে উভয় এয়ারলাইনসের যাত্রীদের পারস্পরিক লয়্যালটি সুবিধাগুলো প্রদানের সম্ভাবনা খতিয়ে দেখবে।
১৯৯৪ সালে স্বাক্ষরিত ইন্টারলাইন চুক্তির আওতায় এমিরেটস যাত্রীরা ভিয়েতনাম এয়ারলাইনের নেটওয়ার্কে ২২টি অভ্যন্তরীণ এবং ১৫টি আঞ্চলিক গন্তব্যে নিরবচ্ছিন্নভাবে ভ্রমণ সুবিধা পাচ্ছেন।
এমিরেটস ও ভিয়েতজেট স্বাক্ষরিত এমওইউতে ভিয়েতনাম এবং ইউএইয়ের মধ্যে অধিকসংখ্যক যাত্রী চলাচল নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণ করবে এবং উভয় এয়ারলাইনের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো হবে। ভিয়েতজেটের অভ্যন্তরীণ গন্তব্যগুলো এবং ভায়া হ্যানয়, হো চি মিন সিটি ও দানাং আঞ্চলিক গন্তব্যগুলোতে কানেকটিভিটি বাড়ানো হবে। অন্যদিকে ভিয়েতজেটের যাত্রীরা ভায়া দুবাই একই টিকিট এবং অভিন্ন ব্যাগেজ নীতির অধীনে এমিরেটস নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে ভ্রমণের অতিরিক্ত সুবিধা পাবেন।
এমিরেটস বর্তমানে তাদের সুপরিসর বোয়িং ৭৭৭-এর সাহায্যে ভিয়েতনামে হো চি মিন সিটি এবং হ্যানয়ে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে।
ভিয়েতনাম এয়ারলাইনস ও ভিয়েতজেটের সঙ্গে এমিরেটস দুটি আলাদা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দুবাই এবং ভিয়েতনামের হো চি মিন সিটি ও হ্যানয়ের মধ্যে অতিরিক্ত ভ্রমণ অপশন পাওয়া যাবে। গত ২৮ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত ভিয়েতনাম-ইউএই বিজনেস ফোরামের সাইডলাইনে এসব এমওইউ স্বাক্ষরিত হয়।
ভিয়েতনাম এয়ারলাইনসের সঙ্গে স্বাক্ষরিত এমওইউতে উভয় এয়ারলাইনসের মধ্যে বর্তমান সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হবে। বর্তমান ইন্টারলাইন চুক্তিতে অন্তর্ভুক্ত রুটগুলোর সঙ্গে অতিরিক্ত নতুন রুট যুক্ত হবে। একই সঙ্গে উভয় এয়ারলাইনসের যাত্রীদের পারস্পরিক লয়্যালটি সুবিধাগুলো প্রদানের সম্ভাবনা খতিয়ে দেখবে।
১৯৯৪ সালে স্বাক্ষরিত ইন্টারলাইন চুক্তির আওতায় এমিরেটস যাত্রীরা ভিয়েতনাম এয়ারলাইনের নেটওয়ার্কে ২২টি অভ্যন্তরীণ এবং ১৫টি আঞ্চলিক গন্তব্যে নিরবচ্ছিন্নভাবে ভ্রমণ সুবিধা পাচ্ছেন।
এমিরেটস ও ভিয়েতজেট স্বাক্ষরিত এমওইউতে ভিয়েতনাম এবং ইউএইয়ের মধ্যে অধিকসংখ্যক যাত্রী চলাচল নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণ করবে এবং উভয় এয়ারলাইনের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো হবে। ভিয়েতজেটের অভ্যন্তরীণ গন্তব্যগুলো এবং ভায়া হ্যানয়, হো চি মিন সিটি ও দানাং আঞ্চলিক গন্তব্যগুলোতে কানেকটিভিটি বাড়ানো হবে। অন্যদিকে ভিয়েতজেটের যাত্রীরা ভায়া দুবাই একই টিকিট এবং অভিন্ন ব্যাগেজ নীতির অধীনে এমিরেটস নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে ভ্রমণের অতিরিক্ত সুবিধা পাবেন।
এমিরেটস বর্তমানে তাদের সুপরিসর বোয়িং ৭৭৭-এর সাহায্যে ভিয়েতনামে হো চি মিন সিটি এবং হ্যানয়ে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে।
সিগারেটের বর্তমান কর চার স্তর কমিয়ে তিন স্তরে নামানো এবং প্রতি শলাকার দাম কমপক্ষে ৯ টাকা নির্ধারণের সুপারিশ করেছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘বাংলাদেশে সিগারেটের করকাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তাঁরা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সিগারেটের করকাঠামো ঢেলে সাজানো...
৩৪ মিনিট আগেদেশের বিভিন্ন কর অঞ্চল ও কাস্টমস হাউসে কলম বিরতি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সরেজমিনে দেখা যায়, কর্মকর্তারা যথারীতি দপ্তরে এসেছেন। তবে কোনো দাপ্তরিক কাজ করছেন না তাঁরা। কেবল বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট এনবিআরের কর, শুল্ক ও মূসক নীতি বিভাগের কর্মকর্তারা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
৪ ঘণ্টা আগেড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পুঁজিবাজার সংস্কার বৈঠক বিনিয়োগকারীদের আশানুরূপ ফল দেয়নি। বৈঠকে প্রস্তাবিত নির্দেশনাগুলো নতুনত্বহীন ও বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছেন অংশীজনরা। ফলে বিনিয়োগকারীদের আস্থা আরও হ্রাস পেয়েছে, যার প্রতিফলন দেখা গেছে পুঁজিবাজারের সূচকে।
৮ ঘণ্টা আগেঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে ও আয়ারল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৫। পিএফইসি গ্লোবালের আয়োজনে এই এক্সপোটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২০ মে) ঢাকার ওয়েস্টিন হোটেলে। এই অনুষ্ঠানটি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে