বিজ্ঞপ্তি
রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫, যেখানে দেশীয় ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। এই জমকালো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই অনুষ্ঠানে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন-২০২৫-এর উন্মোচন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেট সেশন শেষে রাত সাড়ে ৭টায় মূল ফ্যাশন শো শুরু হয়। এতে এপেক্স ছাড়াও বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগ্যান্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়। এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
প্রতিবছরের মতো এবারও এপেক্স নতুন ডিজাইন ও স্টাইলের জুতা বাজারে এনেছে। তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড; যেমন মুচি, ভেনচুরিনি ও ম্যাভেরিকের নতুন ডিজাইনের জুতা এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয়।
নারীদের জন্য থাকছে রোজকার ব্যবহারের জন্য আরামদায়ক জুতা এবং পার্টির জন্য স্টাইলিশ হিল ও মিউল স্যান্ডেল। অন্যদিকে, পুরুষদের জন্য থাকছে চামড়ার স্যান্ডেল, ক্ল্যাসিক লেদার ফরমাল ও ক্যাজুয়াল জুতার নতুন ডিজাইন।
এ ছাড়া এবারের ঈদে ম্যাভেরিক ব্র্যান্ডের অধীনে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটের নতুন লাইনও উন্মোচন করা হয়েছে।
ফ্যাশন শোর পাশাপাশি দেশের শীর্ষ মডেলদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর এবং কো-হোস্ট ছিল ডেইলি স্টার।
এ ছাড়া বার্জার ছিল লিগ্যাসি পার্টনার, মিতসুবিশি কো-পার্টনার এবং লেসার ট্রিট সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেনিথ স্ট্র্যাটেজিস এবং মেকআপ পার্টনার ছিল অরা বিউটি লাউঞ্জ।
রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫, যেখানে দেশীয় ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। এই জমকালো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই অনুষ্ঠানে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন-২০২৫-এর উন্মোচন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেট সেশন শেষে রাত সাড়ে ৭টায় মূল ফ্যাশন শো শুরু হয়। এতে এপেক্স ছাড়াও বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগ্যান্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়। এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
প্রতিবছরের মতো এবারও এপেক্স নতুন ডিজাইন ও স্টাইলের জুতা বাজারে এনেছে। তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড; যেমন মুচি, ভেনচুরিনি ও ম্যাভেরিকের নতুন ডিজাইনের জুতা এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয়।
নারীদের জন্য থাকছে রোজকার ব্যবহারের জন্য আরামদায়ক জুতা এবং পার্টির জন্য স্টাইলিশ হিল ও মিউল স্যান্ডেল। অন্যদিকে, পুরুষদের জন্য থাকছে চামড়ার স্যান্ডেল, ক্ল্যাসিক লেদার ফরমাল ও ক্যাজুয়াল জুতার নতুন ডিজাইন।
এ ছাড়া এবারের ঈদে ম্যাভেরিক ব্র্যান্ডের অধীনে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটের নতুন লাইনও উন্মোচন করা হয়েছে।
ফ্যাশন শোর পাশাপাশি দেশের শীর্ষ মডেলদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর এবং কো-হোস্ট ছিল ডেইলি স্টার।
এ ছাড়া বার্জার ছিল লিগ্যাসি পার্টনার, মিতসুবিশি কো-পার্টনার এবং লেসার ট্রিট সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেনিথ স্ট্র্যাটেজিস এবং মেকআপ পার্টনার ছিল অরা বিউটি লাউঞ্জ।
আজ রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, ‘এটা একটা সূক্ষ্ম ভারসাম্যের বিষয়—সবকিছু নির্ভর করবে চীন কীভাবে প্রতিক্রিয়া জানায়, তার ওপর। যদি তারা আক্রমণাত্মক অবস্থান নেয়, আমি নিশ্চয়তা দিতে পারি, আমাদের প্রেসিডেন্টের হাতে চীনের তুলনায় অনেক বেশি কার্ড আছে।
৩৯ মিনিট আগে২০২৪–২৫ অর্থবছরে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১২৫ কোটি টাকার বেশি লোকসান করেছে। গত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানিটি। আজ রোববার প্রকাশিত কোম্পানির নিরীক্ষিত আর্থিক...
৫ ঘণ্টা আগেদেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য পণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ৪০ বছর পাড়ি দিয়েছে।
১০ ঘণ্টা আগেবছরের পর বছর বিমা কোম্পানির দরজায় ঘুরেও টাকার দেখা পাচ্ছেন না গ্রাহকেরা। একসময় ভবিষ্যতের ভরসা ছিল এই খাত, এখন সেটিই পরিণত হয়েছে আস্থাহীনতার প্রতীকে। দেশের বিমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের আটকে আছে ৭ হাজার কোটি টাকা, অথচ বেশির ভাগ প্রতিষ্ঠানই নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধ করছে না।
১৩ ঘণ্টা আগে