Ajker Patrika

পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্টের উদ্বোধন

পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্টের উদ্বোধন

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রমণ ও পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট। মেলার ১৮ তম আসরটি আয়োজন করেছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। বেসরকারি খাতের এয়ারলাইন এয়ার এস্ট্রা মেলাটির টাইটেল স্পনসর। ইউএস-বাংলা এয়ারলাইনস এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) যথাক্রমে প্রিমিয়াম স্পনসর এবং ব্যাংকিং পার্টনার হিসেবে আয়োজনে সহায়তা করছে।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত মালয়েশীয় হাইকমিশনার হাযনাহ্ মো. হাশীম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, এয়ার এস্ট্রার প্রধান নির্বাহী ইমরান আসিফ, ইউএস-বাংলা এয়ারলাইনসের পরিচালক (স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড ট্রান্সফরমেশন) মো. মাহবুব জাহান খান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অফ কম্যুনিকেশন্স অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম এবং বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

কাজী ওয়াহিদুল বলেন, ‘বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সব স্টেকহোল্ডারদের পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের উদ্দেশ্য। এক দিকে এই মেলাটি বিক্রেতাদের জন্য নিজস্ব পণ্য ও সেবা প্রদর্শন এবং প্রচারের একটি সুবর্ণ সুযোগ, তেমনি অন্যদিকে গ্রাহকদের জন্য পছন্দ মতো সেবা কেনার সুবিধা।’

কাজী ওয়াহিদুল আরও জানান, এবারের ঢাকা ট্রাভেল মার্টে দেশি-বিদেশি ৫০ টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান, ৬৫টি স্টল ও ৭টি প্যাভিলিয়ন পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারীসহ বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী দেশগুলো হলো-ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাতে এবং স্বাগতিক বাংলাদেশ।

মেলা চলার সময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভিজিটরদের জন্য সেবা ও পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় দিচ্ছে। দেশি ও বিদেশি গন্তব্যে বিমান টিকিট, তারকা হোটেলগুলোতে রুম বুকিং, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি এই মূল্যছাড়ে অন্তর্ভুক্ত।

 ২০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি ভিজিট করা যাবে। প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। প্রতিদিন প্রবেশ কুপনের ওপর র‍্যাফেল ড্র আয়োজন করা হবে। র‍্যাফেল পুরস্কারের মধ্যে থাকবে কায়রো, দুবাই, মালে, ব্যাংকক, কলকাতা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ভ্রমণের জন্য বিমান টিকিট, তারকা হোটেলে রাত্রীযাপনসহ বিভিন্ন সুবিধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত