বিজ্ঞপ্তি
ঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে চলে এসেছে শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটার নতুন কালেকশন ‘স্টারলাইট’। অনন্য এই কালেকশন আপনার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি, ঈদের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার রুচি ক্ল্যাসিক বা আধুনিক—যেমনই হোক না কেন, বাটার নতুন এই কালেকশন আপনার প্রতিটি মুহূর্তকে আরও বেশি আনন্দদায়ক ও আত্মবিশ্বাসী করে তুলবে।
বাটা স্টারলাইট কালেকশনে দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন রয়েছে, যা আপনার সৌন্দর্য ও স্বচ্ছন্দ—দুটিই নিশ্চিত করবে। নারীদের জন্য রয়েছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে আধুনিক আপারের আরামদায়ক স্যান্ডেল।
পাশাপাশি পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতা। পুরুষদের জন্য বিশেষ এক্সক্লুসিভ লেদার রেঞ্জ ঈদের উদ্যাপনকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার ঈদের স্টাইলকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবে এমন সব জুতার সংগ্রহই রয়েছে স্টারলাইট কালেকশনে।
সবার সাধ্যের মধ্যে কিছু না কিছু রাখার চেষ্টা করে বাটা। তাই স্টারলাইট কালেকশনে পুরুষদের জুতার দাম থাকছে ৪৯৯ থেকে ১৬,৯৯৯ টাকার মধ্যে, নারীদের জুতার দাম ৪৯৯ থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে এবং শিশুদের জুতার দাম থাকছে মাত্র ৪৯৯ থেকে ৩,৯৯৯ টাকার মধ্যে।
বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধাও দিচ্ছে বাটা।
বাটা রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েনব্রেইনার, বাবলগামারস, হাশ-পাপিস এবং সোলের মতো ব্র্যান্ডের আইকনিক ঈদ কালেকশনের সঙ্গে এই ঈদে আপনি পাচ্ছেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে।
মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচারের লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসহ ট্রেন্ডি সব জুতা নিয়ে এসেছে বাটা। তাই ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে কোথাও দাওয়াত খেতে যাওয়া; অথবা বন্ধুদের সঙ্গে আনন্দের সন্ধ্যা উদ্যাপনে বাটার স্টারলাইট কালেকশনের এই আরামদায়ক ও স্টাইলিশ জুতা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, আর আপনার ব্যক্তিত্বকে দেবে অনন্য মাত্রা।
আড়াই হাজারের বেশি ডিজাইনের জুতার পাশাপাশি ঈদ সামনে রেখে বর্তমানে আরও ১ হাজারের বেশি নতুন ডিজাইনের জুতা যোগ হয়েছে বাটার অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে এখন Batabd.com-এ সাপ্তাহিক ফ্ল্যাশ ডিল ও ফ্রি শিপিং অফার থাকছে।
আপনার অপেক্ষায় রয়েছে দেশজুড়ে বাটার আড়াই শর বেশি আউটলেট। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আর নিজের স্টারলাইট জুতাটি সংগ্রহ করে নিন আপনিও!
ঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে চলে এসেছে শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটার নতুন কালেকশন ‘স্টারলাইট’। অনন্য এই কালেকশন আপনার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি, ঈদের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার রুচি ক্ল্যাসিক বা আধুনিক—যেমনই হোক না কেন, বাটার নতুন এই কালেকশন আপনার প্রতিটি মুহূর্তকে আরও বেশি আনন্দদায়ক ও আত্মবিশ্বাসী করে তুলবে।
বাটা স্টারলাইট কালেকশনে দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন রয়েছে, যা আপনার সৌন্দর্য ও স্বচ্ছন্দ—দুটিই নিশ্চিত করবে। নারীদের জন্য রয়েছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে আধুনিক আপারের আরামদায়ক স্যান্ডেল।
পাশাপাশি পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতা। পুরুষদের জন্য বিশেষ এক্সক্লুসিভ লেদার রেঞ্জ ঈদের উদ্যাপনকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার ঈদের স্টাইলকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবে এমন সব জুতার সংগ্রহই রয়েছে স্টারলাইট কালেকশনে।
সবার সাধ্যের মধ্যে কিছু না কিছু রাখার চেষ্টা করে বাটা। তাই স্টারলাইট কালেকশনে পুরুষদের জুতার দাম থাকছে ৪৯৯ থেকে ১৬,৯৯৯ টাকার মধ্যে, নারীদের জুতার দাম ৪৯৯ থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে এবং শিশুদের জুতার দাম থাকছে মাত্র ৪৯৯ থেকে ৩,৯৯৯ টাকার মধ্যে।
বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধাও দিচ্ছে বাটা।
বাটা রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েনব্রেইনার, বাবলগামারস, হাশ-পাপিস এবং সোলের মতো ব্র্যান্ডের আইকনিক ঈদ কালেকশনের সঙ্গে এই ঈদে আপনি পাচ্ছেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে।
মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচারের লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসহ ট্রেন্ডি সব জুতা নিয়ে এসেছে বাটা। তাই ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে কোথাও দাওয়াত খেতে যাওয়া; অথবা বন্ধুদের সঙ্গে আনন্দের সন্ধ্যা উদ্যাপনে বাটার স্টারলাইট কালেকশনের এই আরামদায়ক ও স্টাইলিশ জুতা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, আর আপনার ব্যক্তিত্বকে দেবে অনন্য মাত্রা।
আড়াই হাজারের বেশি ডিজাইনের জুতার পাশাপাশি ঈদ সামনে রেখে বর্তমানে আরও ১ হাজারের বেশি নতুন ডিজাইনের জুতা যোগ হয়েছে বাটার অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে এখন Batabd.com-এ সাপ্তাহিক ফ্ল্যাশ ডিল ও ফ্রি শিপিং অফার থাকছে।
আপনার অপেক্ষায় রয়েছে দেশজুড়ে বাটার আড়াই শর বেশি আউটলেট। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আর নিজের স্টারলাইট জুতাটি সংগ্রহ করে নিন আপনিও!
২০২৪–২৫ অর্থবছরে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১২৫ কোটি টাকার বেশি লোকসান করেছে। গত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানিটি। আজ রোববার প্রকাশিত কোম্পানির নিরীক্ষিত আর্থিক...
২৫ মিনিট আগেদেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য পণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ৪০ বছর পাড়ি দিয়েছে।
৬ ঘণ্টা আগেবছরের পর বছর বিমা কোম্পানির দরজায় ঘুরেও টাকার দেখা পাচ্ছেন না গ্রাহকেরা। একসময় ভবিষ্যতের ভরসা ছিল এই খাত, এখন সেটিই পরিণত হয়েছে আস্থাহীনতার প্রতীকে। দেশের বিমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের আটকে আছে ৭ হাজার কোটি টাকা, অথচ বেশির ভাগ প্রতিষ্ঠানই নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধ করছে না।
৯ ঘণ্টা আগেসভায় স্বাগত বক্তব্যে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, অর্থনীতির দ্রুতবর্ধনশীল ও সম্ভাবনাময় হালাল খাতের বৈশ্বিক বাজার আগামী ২০৩৪ সালের মধ্যে ৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। অথচ বাংলাদেশ মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের হালাল পণ্য রপ্তানি করে, যার বেশির ভাগ কৃষিভিত্তিক। হালাল
১ দিন আগে