আসাদুজ্জামান নূর, ঢাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষের খামখেয়ালিতে ধ্বংসের পথে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির বিতরণ করা ঋণের ৯৭ শতাংশ খেলাপির খাতায়। সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ৩০২ কোটি টাকা আদায়ও অনিশ্চিত হয়ে পড়েছে। কোম্পানির অফিস স্পেস কেনা হলেও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। এ রকম নানান অসংগতি উঠে এসেছে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে।
নিরীক্ষক জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে ফারইস্ট ফাইন্যান্সের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়ায় ৮৯৯ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে ৮৭৬ কোটি ৭২ লাখ টাকা বা ৯৭ দশমিক ৪৩ শতাংশই খেলাপি।
এই ঋণের বিপরীতে জামানত নেওয়া জমি ও ভবনের স্বতন্ত্র মূল্যায়ন করা হয়নি। ফারইস্ট ফাইন্যান্সের কর্মীদের দিয়েই মূল্যায়ন ও পর্ষদে অনুমোদন করানো হয়। এ ক্ষেত্রে কোনো ভ্যালুয়েশন ফার্ম বা তৃতীয় পক্ষ দিয়ে মূল্যায়ন করা হয়নি।
ফারইস্ট ফাইন্যান্স থেকে সহযোগী কোম্পানি ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডসকে ৩০২ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। তবে এর নথি ও ঋণের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক। নানান অসংগতির কারণে ঋণ আদায় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
২০২০ সালের অক্টোবর থেকে রাজধানীর বনানীতে ৫ হাজার ৪৮৩ বর্গফুটের ফ্লোর স্পেস করপোরেট অফিস হিসেবে ব্যবহার করে আসছে ফারইস্ট ফাইন্যান্স। স্পেস কেনা হলেও এখনো কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা হয়নি। আর্থিক হিসাবে ওই টাকা অগ্রিম প্রদান হিসাবে দেখায় কোম্পানি। ফলে ওই সম্পদের ওপর অবচয় চার্জ করে না ফারইস্ট ফাইন্যান্স কর্তৃপক্ষ। এটা আন্তর্জাতিক হিসাব মান আইএএস-১৬ লঙ্ঘন বলে জানিয়েছেন নিরীক্ষক। এর মাধ্যমে কোম্পানি মুনাফা ও সম্পদ বেশি দেখিয়ে আসছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষের খামখেয়ালিতে ধ্বংসের পথে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির বিতরণ করা ঋণের ৯৭ শতাংশ খেলাপির খাতায়। সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ৩০২ কোটি টাকা আদায়ও অনিশ্চিত হয়ে পড়েছে। কোম্পানির অফিস স্পেস কেনা হলেও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। এ রকম নানান অসংগতি উঠে এসেছে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে।
নিরীক্ষক জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে ফারইস্ট ফাইন্যান্সের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়ায় ৮৯৯ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে ৮৭৬ কোটি ৭২ লাখ টাকা বা ৯৭ দশমিক ৪৩ শতাংশই খেলাপি।
এই ঋণের বিপরীতে জামানত নেওয়া জমি ও ভবনের স্বতন্ত্র মূল্যায়ন করা হয়নি। ফারইস্ট ফাইন্যান্সের কর্মীদের দিয়েই মূল্যায়ন ও পর্ষদে অনুমোদন করানো হয়। এ ক্ষেত্রে কোনো ভ্যালুয়েশন ফার্ম বা তৃতীয় পক্ষ দিয়ে মূল্যায়ন করা হয়নি।
ফারইস্ট ফাইন্যান্স থেকে সহযোগী কোম্পানি ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডসকে ৩০২ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। তবে এর নথি ও ঋণের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক। নানান অসংগতির কারণে ঋণ আদায় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
২০২০ সালের অক্টোবর থেকে রাজধানীর বনানীতে ৫ হাজার ৪৮৩ বর্গফুটের ফ্লোর স্পেস করপোরেট অফিস হিসেবে ব্যবহার করে আসছে ফারইস্ট ফাইন্যান্স। স্পেস কেনা হলেও এখনো কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা হয়নি। আর্থিক হিসাবে ওই টাকা অগ্রিম প্রদান হিসাবে দেখায় কোম্পানি। ফলে ওই সম্পদের ওপর অবচয় চার্জ করে না ফারইস্ট ফাইন্যান্স কর্তৃপক্ষ। এটা আন্তর্জাতিক হিসাব মান আইএএস-১৬ লঙ্ঘন বলে জানিয়েছেন নিরীক্ষক। এর মাধ্যমে কোম্পানি মুনাফা ও সম্পদ বেশি দেখিয়ে আসছে।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা থাকলেও বড় উদ্বেগ রয়ে গেছে কর্মসংস্থান সংকোচন এবং দারিদ্র্যের হার বৃদ্ধিতে; মূল্যস্ফীতির স্তর এখনো উচ্চপর্যায়ে রয়ে গেছে। এতে দীর্ঘ মেয়াদে বৈষম্য বাড়ার আশঙ্কা আছে। গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংক জানাল এমন তথ্য। সংস্থাটির ‘বাংলাদেশ আপডেট’ শীর্ষক প্রতিবেদন বলছে
২ ঘণ্টা আগেগত অর্থবছরের (২০২৪–২৫) প্রথম ছয় মাসের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি। জোরালো রপ্তানি আয়, ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৃদ্ধি এতে সহায়ক ভূমিকা পালন করেছে। আজ মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকে হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
৫ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার ভরির দাম প্রথমবারের মতো ২ লাখ টাকা ছাড়ানোর এক দিনের মধ্যে আবার দাম বাড়ল। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৬৯ টাকা বেড়ে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায় দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আরেক দফা সোনার দাম বাড়ার ঘোষণা দেয়।
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে অক্টোবর মাসের জন্য এলপিজির দাম কেজিতে ২ টাকা ৪৭ পয়সা কমিয়েছে সরকার। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমে ১ হাজার ২৪১ টাকা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে এর দাম ছিল ১ হাজার ২৭০ টাকা।
৭ ঘণ্টা আগে