Ajker Patrika

সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক ও পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২০: ৩৫
সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক ও পুঁজিবাজার

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে আরোপিত আট দিনের বিধিনিষেধের মধ্যে খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ থেকে ২১ এপ্রিল সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিন বাদে দৈনিক সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে লেনদেন। তবে লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

অপরদিকে বৃহস্পতিবার থেকে আড়াই ঘণ্টা লেনদেন চলবে শেয়ারবাজারে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকের সঙ্গে সমন্বয় করে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে।

অবশ্য বিএসইসি আগেই বলেছিল যে আট দিনের বিধিনিষেধের সময় ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারও খোলা থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ১৪ থেকে ২১ এপ্রিল সর্বাত্মক বিধিনিষেধ ঘোষণা করে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছিল, এই আট দিন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’ সার্কুলার জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম বুথ। একইসঙ্গে চালু থাকবে ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সেবা। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য খোলা রাখা যাবে। পাশাপাশি স্ব স্ব ব্যাংকের প্রয়োজনে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা শাখা (এডি) সীমিতসংখ্যক জনবল দিয়ে খোলা রাখতে পারবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ. সিরাজুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ব্যাংক খোলা রাখার ব্যাপারে আমরা বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত