Ajker Patrika

এনআরবি ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ে সচেতনতামূলক সম্মেলন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১: ৩৪
এনআরবি ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ে সচেতনতামূলক সম্মেলন। ছবি: সংগৃহীত
এনআরবি ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ে সচেতনতামূলক সম্মেলন। ছবি: সংগৃহীত

এনআরবি ব্যাংক পিএলসি কর্মীদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৪ আয়োজন করেছে। গতকাল শুক্রবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম এহসান, হেড অব বিএফআইইউ (অ্যাক্টিং) এবং সভাপতিত্ব করেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো আনোয়ার উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. আলী আকবর ফরাজি।

বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক মো. ইমতিয়াজ হারুন এবং ইবনে আহসান কবির রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক করণীয় এবং বর্জনীয় নিয়ে তাঁরা আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যামেলকো, ডামেলকো, হেড অব ডিভিশন ও শাখা প্রধানেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত