Ajker Patrika

সেলফ চেক-ইন চালু করল ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেলফ চেক-ইন চালু করল ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রীদের সুবিধার্থে দেশে প্রথমবারের মতো চালু করল সেলফ চেক-ইন। আজ রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য এই সেবা চালু করে বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ বিমানবন্দর ব্যবহার করে প্রতিদিন অনেক যাত্রী দেশের বিভিন্ন স্থানে আসা-যাওয়া করেন। যাত্রীদের ভিড়ে চেক-ইন কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন হচ্ছে। তারা যাতে সহজে নিজের চেক-ইন নিজেই সম্পন্ন করতে পারেন, সেজন্যই আমাদের এই সেলফ চেক-ইন ব্যবস্থা। সেলফ চেক-ইনের মাধ্যমে যাত্রীরা ফ্লাইটে পছন্দমতো সিট বাছাই করতে পারবেন।’ 

কামরুল ইসলাম আরও বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রীদের জন্য সেলফ চেক-ইনের ব্যবস্থা করেছে। যাত্রীসেবার জন্য ইউএস-বাংলা এয়ারলাইনসের নেওয়া এই পদক্ষেপ এয়ারলাইনসটিকে আরও একধাপ এগিয়ে নিয়েছে। ভবিষ্যতে দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরে সেলফ চেক-ইন ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের। 

ইউএস-বাংলার বিমান বহরে বর্তমানে মোট ১৬টি এয়ারক্রাফট আছে, যার মধ্যে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। ইউএস-বাংলা মালদ্বীপ, চেন্নাই, কলকাতা, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, মাস্কাট ও দোহা ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত