Ajker Patrika

তরুণ প্রজন্মের পেশাগত উন্নয়নে এআইইউবির চাকরি মেলায় আইএফআইসি ব্যাংক

তরুণ প্রজন্মের পেশাগত উন্নয়নে এআইইউবির চাকরি মেলায় আইএফআইসি ব্যাংক। ছবি: সংগৃহীত
তরুণ প্রজন্মের পেশাগত উন্নয়নে এআইইউবির চাকরি মেলায় আইএফআইসি ব্যাংক। ছবি: সংগৃহীত

শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক অংশ নিয়েছে এআইইউবি জব ফেয়ার ২০২৪-এ। ২১ ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ মেলা তরুণদের ক্যারিয়ার সুযোগ সন্ধানে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হয়ে ওঠে।

এআইইউবি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মোছা. নাদিয়া আনোয়ার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেশের ১২১টি স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমজমাট এই মেলায় আইএফআইসি ব্যাংকের দৃষ্টিনন্দন স্টল শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব হিউম্যান রিসোর্স অ্যান্ড লজিস্টিকস জনাব কে এ আর এম মোস্তফা কামাল।

এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব স্টাফিং অ্যান্ড রিসোর্স প্লানিং শেখ মনজুরুল হকের নেতৃত্বে অভিজ্ঞ কর্মীরা চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। স্টলে চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি নীতি ও অন্যান্য ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

১ হাজার ৪০০ বেশি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম আইএফআইসি ব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে দেশের অন্যতম শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত