Ajker Patrika

এম এন নিটওয়্যার: ৪০ বছরের প্রতিষ্ঠান ২৪২ কোটির খেলাপি

  • ঋণ আদায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে পাওনাদার ব্যাংকগুলো।
  • ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে খেলাপি ঋণ পুনঃ তফসিল করার আশায় কর্তৃপক্ষ।
  • বর্তমানে বন্ধ রয়েছে কারখানাটি।
ওমর ফারুক, চট্টগ্রাম
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামভিত্তিক পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এম এন নিটওয়্যারস লিমিটেড। ১৯৮৪ সালে (সীমা গার্মেন্টস) প্রতিষ্ঠার পর থেকে তিন যুগ পোশাক খাতে ভালো ব্যবসা করে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে প্রতিষ্ঠানটির ৭২ লাখ ১৯ হাজার ৮২৩ ডলারের পোশাক রপ্তানির রেকর্ড রয়েছে। কিন্তু গত তিন বছর (২০২৩ সাল) থেকে তাদের পোশাক রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা তিন ব্যাংকের ২৪২ কোটি টাকা ঋণ ঝুঁকিতে পড়েছে।

ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়ায় ইতিমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে পাওনাদার ব্যাংকগুলো।

ব্যাংকের তথ্যমতে, গ্রুপটির কাছে ওয়ান ব্যাংকের পাওনা আটকে গেছে ১০৫ কোটি ৭৭ লাখ টাকা। ঋণখেলাপি হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ পর্যন্ত ৫টি এনআই অ্যাক্ট (চেক প্রত্যাখ্যান) মামলা করেছে ব্যাংকটি।

ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০০২ সাল থেকে ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখায় ব্যবসা করে আসছে এম এন নিটওয়্যার। রপ্তানিমুখী তৈরি পোশাকের ব্যবসা করতে এই ঋণসুবিধা নেয় প্রতিষ্ঠানটি। ২০১৮ সাল পর্যন্ত ব্যবসার পাশাপাশি ব্যাংকের ঋণও শোধ করেছে নিয়মিত। কিন্তু গত চার-পাঁচ বছর ধরে ব্যাংক ঋণ পরিশোধে গড়িমসি করছে। এর মধ্যে ঋণটি ৩ বার পুনঃ তফসিল (রিসিডিউল) করা হয়েছে।

এরপরও সময়মতো কিস্তি না দিতে পারায় প্রতিষ্ঠানটি ঋণখেলাপিতে পরিণত হয়েছে। ‍ঋণ আদায়ে প্রতিষ্ঠানটির কর্ণধারদের বিরুদ্ধে ৫টি এনআই অ্যাক্ট (চেক প্রত্যাখ্যান) মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা বলেন, ১০৫ কোটি টাকা ঋণের বিপরীতে ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম নগরীর ঈদগা এলাকায় ১১ শতক জায়গা বন্ধক রয়েছে; যার মূল্য সর্বোচ্চ ২ কোটি টাকা।

এদিকে এম এন নিটওয়্যারের কাছে ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার পাওনা ১১০ কোটি টাকা। এর মধ্যে ৭৪ কোটি টাকা শ্রেণিকৃত হয়ে পড়েছে। ঋণের বিপরীতে ব্যাংকটির কাছে মাত্র ১৭ কোটি টাকার জমি বন্ধক রয়েছে।

ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার পুরোনো গ্রাহক এম এন নিটওয়্যার।

এ ছাড়া প্রতিষ্ঠানটির কাছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আগ্রাবাদ শাখারও ২৭ কোটি টাকা ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এই ঋণের বিপরীতে জামানতের পরিমাণ খুবই কম। তাই ঋণ আদায়ে ইতিমধ্যে একটি চেক প্রত্যাখ্যান মামলা করা হয়েছে।

খেলাপি হওয়ার কারণ হিসেবে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পোশাক খাতের ব্যবসায়ীরা বলেন, চট্টগ্রাম নগরীর ঈদগা এলাকার বাসিন্দা মুনির আহমেদের হাত ধরে গড়ে ওঠে প্রতিষ্ঠানটি। তাঁর মৃত্যুর পর দুই সন্তান ব্যবসার হাল ধরেন। কিন্তু অল্প সময়ের মধ্যে তাঁদের ব্যবসা আলাদা হয়ে যায়।

এর পর থেকে এম এন নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন মুনির আহমেদের ছেলে মঈন উদ্দিন আহমেদ। মঈন উদ্দিনের স্ত্রী রোকসানা আহমেদ চেয়ারম্যান এবং ছেলে মুসলিম উদ্দিন আহমেদ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান কর্ণধার মঈন উদ্দিন আহমেদ আগের সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন।

এ ছাড়া করোনার প্রভাবে পোশাক রপ্তানি কমে গেলেও কারখানার খরচ চালাতে হয়েছে। পরে কারখানার চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) সংকট হলে বিনিয়োগকারী ব্যাংকগুলো মুখ ফিরিয়ে নেয়।

তবে এম এন নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ বলছেন, ‘ব্যবসায় উত্থান-পতন থাকে। প্রায় ৪০ বছর তৈরি পোশাক খাতে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। দুবার বিজিএমইএর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলাম, চিটাগাং চেম্বার অব কমার্সের পরিচালক ছিলাম। স্থিতিশীল সরকার না থাকায় পোশাক রপ্তানির অর্ডার কমে গেছে। তাই আপাতত কারখানার উৎপাদন বন্ধ রেখেছি।’ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার অনুযায়ী ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে খেলাপি ঋণ রিসিডিউল করবেন বলে তিনি জানান।

গত রোববার নগরীর ঈদগা এলাকায় এম এন নিটওয়্যার কারখানায় গিয়ে কারখানাটি বন্ধ পাওয়া যায়। ফটকের পাশের মেসার্স খতিজা হার্ডওয়্যারের দোকানি বলেন, কয়েক বছর ধরে কারখানার অবস্থা খারাপ। এক-দেড় মাস থেকে কারখানাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

সম্প্রতি কারখানা পরিদর্শন করা পাওনাদার ব্যাংকের এক কর্মকর্তা বলেন, গত ৩০ আগস্ট থেকে গ্রুপটির সব কারখানার উৎপাদন ও ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব

আমাদের দৃঢ় বিশ্বাস, বিএনপি একাই সরকার গঠন করবে: ফাইন্যান্সিয়াল টাইমসকে তারেক রহমান

বুলবুলই আবার বিসিবি সভাপতি, সহসভাপতি পদে চমক

এবার মাউশি মহাপরিচালক খুঁজতে বিজ্ঞপ্তি দিল শিক্ষা মন্ত্রণালয়

বিরল খনিজের প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠাল পাকিস্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত