Ajker Patrika

সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

অনলাইন ডেস্ক
সাকিব আল হাসান খেলছেন না পরের সিরিজেও। ছবি: ফাইল ছবি
সাকিব আল হাসান খেলছেন না পরের সিরিজেও। ছবি: ফাইল ছবি

পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ অক্টোবর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়। পরে তদন্ত শেষে সম্প্রতি সরকারের নির্দেশে তার সকল ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।

ছাত্র আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। তখন তিনি ছিলেন দেশের বাইরে। পাকিস্তান ও ভারতে দলের হয়ে টেস্ট সিরিজ খেলেন তিনি। এরপর কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান সাকিব।

শুরুতে সাকিব আল হাসানের দেশে আসার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। তবে সিরিজের আগে ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেস থেকে দুবাই এলে সরকারের উপর মহল থেকে তাকে বিসিবি থেকে দেশে না ফিরতে নির্দেশ দেওয়া হয়।

শুধু তাই নয়, তাঁর দেশে আসা ঠেকাতে সাকিববিরোধীরা মিরপুর স্টেডিয়ামের সামনে সমাবেশ শুরু করে। অন্যদিকে ম্যাচের আগের দিন সাকিবের ভক্তরা অবস্থান নেয় স্টেডিয়ামের সামনে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত