Ajker Patrika

৯০ শতাংশ বিনিয়োগকারী নিঃস্ব, কমিশনের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিএমজেএফ মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। ছবি: আজকের পত্রিকা
সিএমজেএফ মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। ছবি: আজকের পত্রিকা

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের ব্যর্থতাকে দায়ী করেছেন বিনিয়োগকারীরা। তাঁদের অভিযোগ, কমিশনের অদক্ষতার কারণে বাজারে ব্যাপক পতন ঘটেছে, যেখানে প্রায় ৯০ শতাংশ বিনিয়োগকারী তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এ অবস্থায় বর্তমান কমিশনের অপসারণ দাবি করেছেন তাঁরা।

গতকাল রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএমআইএর সভাপতি এস এম ইকবাল হোসেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ নজরুল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল।

বিসিএমআইএ সভাপতি বলেন, খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের পুঁজিবাজার টানা পতনের দিকে যাচ্ছে। এ সময়ে বাজার মূলধন কমেছে প্রায় ৯০ হাজার কোটি টাকা এবং সূচক কমেছে ১ হাজার ১০০ পয়েন্টের বেশি। এতে অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী নিঃস্ব হয়েছেন।

এনসিপি নেতা আবদুল্লাহ আল ফয়সাল বলেন, ‘আপনি শেয়ারবাজারের জন্য কী কাজ করছেন, তার ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় আপনার অপসারণ এখনই চাইব। আপনাকে মনে রাখতে হবে, আপনি জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত