নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোদে দাঁড়িয়ে ঘাম ঝরলেও মুখে হাসি আমেনা খাতুনের। শান্তিনগরের এক গৃহকর্মী তিনি। বাজারে যাচ্ছিলেন তেল ও ডাল কিনতে। পথেই চোখে পড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাক। দাম শুনেই লাইনে দাঁড়িয়ে গেলেন।
বাজারে যেখানে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৮৯, সেখানে ট্রাকে মিলছে ১১৫ টাকায়। ২ লিটারে সাশ্রয় ১৪৮ টাকা। সঙ্গে ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি মিলিয়ে তাঁর মোট সাশ্রয় প্রায় ৩০০ টাকা। সংসারের টানাপোড়েনে এই সাশ্রয় আমেনা খাতুনের কাছে অনেক বড় স্বস্তি, যদিও এর জন্য তাঁকে ১ ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
আমেনা খাতুন বলেন, ‘আমি শান্তিনগর বাজারে যাইতেছিলাম সদাই কিনতে। এখানে তেল বেচে দেখে দাঁড়াইছি। আমরা মাইনষের বাড়িত কাম কইরা যা পাই, তা দিয়া কোনোরকম সংসার চালাইতে হয়। টানাটানির সংসারে যদি তিন শ টাকা বাঁচে, এইটা আমাগো জন্য অনেক কিছু। তবে এর জন্য এক ঘণ্টা রইদের মধ্যে দাঁড়াই থাকুন লাগছে আমার।’
আজ রোববার (১০ আগস্ট) থেকে আগের ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি প্যাকেজে রয়েছে ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) ও ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা)। প্যাকেজের দাম ৪৫০ টাকা।
প্রথম দিন রাজধানীতে ৬০ স্থানে, আর সারা দেশে মোট ১২৮টি ট্রাকে এ পণ্য বিক্রি হয়। প্রতিটি ট্রাকে ৫০০ জনের জন্য পণ্য বরাদ্দ ছিল।
বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই দীর্ঘ লাইন পড়ে যায় এবং গড়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় সব পণ্য শেষ হয়ে যায়। কোথাও কোথাও ভিড় ও অপেক্ষার কারণে অনেকে মাঝপথে ফিরে যান। লাইনে দাঁড়ানো ক্রেতাদের অভিযোগ, পণ্যের তুলনায় মানুষের সংখ্যা বেশি, আর কিছু ক্ষেত্রে কেউ কেউ দুবার পণ্য নিয়েছেন।
সেগুনবাগিচা বাজারের সামনে পণ্য বিক্রি করছিলেন রিনি এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি মো. লিটন। তিনি জানান, বেলা ১টায় বিক্রি শুরু করে আড়াই ঘণ্টায় ৪৩০ জনকে পণ্য দেওয়া হয়েছে, বাকিটা শেষ হতে আধা ঘণ্টা লাগবে। সচিবালয়, শাহবাগ, বনশ্রী, যাত্রাবাড়ীসহ অন্যান্য স্থানে একই পরিস্থিতি ছিল।
বাসাবো বালুর মাঠের ক্রেতা নেসার আহমেদ দোকান বন্ধ রেখে লাইনে দাঁড়িয়েছিলেন। পরে ধৈর্য হারিয়ে ফিরে যান। তাঁর ভাষায়, ‘মানুষের তুলনায় পণ্য কম, তাই শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, সে নিশ্চয়তা নেই।’
গত মে ও জুন মাসে ঈদুল আজহা সামনে রেখে একইভাবে পণ্য বিক্রি করেছিল টিসিবি। তখন তেলের দাম ছিল লিটারপ্রতি ১৩৫, চিনি কেজিপ্রতি ৮৫ ও ডাল কেজিপ্রতি ৮০ টাকা। এবার তেল লিটারে ২০, চিনি কেজিতে ৫ ও ডাল কেজিতে ১০ টাকা করে কমেছে।
টিসিবির এ কার্যক্রম ঢাকায় চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, আর ঢাকার বাইরে ৩১ আগস্ট পর্যন্ত।
রোদে দাঁড়িয়ে ঘাম ঝরলেও মুখে হাসি আমেনা খাতুনের। শান্তিনগরের এক গৃহকর্মী তিনি। বাজারে যাচ্ছিলেন তেল ও ডাল কিনতে। পথেই চোখে পড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাক। দাম শুনেই লাইনে দাঁড়িয়ে গেলেন।
বাজারে যেখানে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৮৯, সেখানে ট্রাকে মিলছে ১১৫ টাকায়। ২ লিটারে সাশ্রয় ১৪৮ টাকা। সঙ্গে ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি মিলিয়ে তাঁর মোট সাশ্রয় প্রায় ৩০০ টাকা। সংসারের টানাপোড়েনে এই সাশ্রয় আমেনা খাতুনের কাছে অনেক বড় স্বস্তি, যদিও এর জন্য তাঁকে ১ ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
আমেনা খাতুন বলেন, ‘আমি শান্তিনগর বাজারে যাইতেছিলাম সদাই কিনতে। এখানে তেল বেচে দেখে দাঁড়াইছি। আমরা মাইনষের বাড়িত কাম কইরা যা পাই, তা দিয়া কোনোরকম সংসার চালাইতে হয়। টানাটানির সংসারে যদি তিন শ টাকা বাঁচে, এইটা আমাগো জন্য অনেক কিছু। তবে এর জন্য এক ঘণ্টা রইদের মধ্যে দাঁড়াই থাকুন লাগছে আমার।’
আজ রোববার (১০ আগস্ট) থেকে আগের ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি প্যাকেজে রয়েছে ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) ও ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা)। প্যাকেজের দাম ৪৫০ টাকা।
প্রথম দিন রাজধানীতে ৬০ স্থানে, আর সারা দেশে মোট ১২৮টি ট্রাকে এ পণ্য বিক্রি হয়। প্রতিটি ট্রাকে ৫০০ জনের জন্য পণ্য বরাদ্দ ছিল।
বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই দীর্ঘ লাইন পড়ে যায় এবং গড়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় সব পণ্য শেষ হয়ে যায়। কোথাও কোথাও ভিড় ও অপেক্ষার কারণে অনেকে মাঝপথে ফিরে যান। লাইনে দাঁড়ানো ক্রেতাদের অভিযোগ, পণ্যের তুলনায় মানুষের সংখ্যা বেশি, আর কিছু ক্ষেত্রে কেউ কেউ দুবার পণ্য নিয়েছেন।
সেগুনবাগিচা বাজারের সামনে পণ্য বিক্রি করছিলেন রিনি এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি মো. লিটন। তিনি জানান, বেলা ১টায় বিক্রি শুরু করে আড়াই ঘণ্টায় ৪৩০ জনকে পণ্য দেওয়া হয়েছে, বাকিটা শেষ হতে আধা ঘণ্টা লাগবে। সচিবালয়, শাহবাগ, বনশ্রী, যাত্রাবাড়ীসহ অন্যান্য স্থানে একই পরিস্থিতি ছিল।
বাসাবো বালুর মাঠের ক্রেতা নেসার আহমেদ দোকান বন্ধ রেখে লাইনে দাঁড়িয়েছিলেন। পরে ধৈর্য হারিয়ে ফিরে যান। তাঁর ভাষায়, ‘মানুষের তুলনায় পণ্য কম, তাই শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, সে নিশ্চয়তা নেই।’
গত মে ও জুন মাসে ঈদুল আজহা সামনে রেখে একইভাবে পণ্য বিক্রি করেছিল টিসিবি। তখন তেলের দাম ছিল লিটারপ্রতি ১৩৫, চিনি কেজিপ্রতি ৮৫ ও ডাল কেজিপ্রতি ৮০ টাকা। এবার তেল লিটারে ২০, চিনি কেজিতে ৫ ও ডাল কেজিতে ১০ টাকা করে কমেছে।
টিসিবির এ কার্যক্রম ঢাকায় চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, আর ঢাকার বাইরে ৩১ আগস্ট পর্যন্ত।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা কমেছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম বেড়েছে। পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
১৬ মিনিট আগেবাণিজ্যিক বিমানের সাফল্য পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে এর উৎপাদন সংখ্যা। এই ক্ষেত্রে বোয়িং ৭৩৭ কিংবা এয়ারবাস এ৩২০-এর মতো প্রযুক্তিতে ঠাসা উড়োজাহাজের কথাই আগে মাথায় আসে। তবে আশ্চর্যের বিষয় হলো—এগুলোর কোনোটিই ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদিত বাণিজ্যিক বিমান নয়।
২৫ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাঁর দেশে আবারও বিশ শতকের ত্রিশ দশকের মতো মহামন্দা দেখা দিতে পারে। বিশেষ করে, মার্কিন আদালত যদি তাঁর ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা আরোপের ক্ষমতা খর্ব করে তাহলে এই বিপর্যয় দেখা দিতে পারে।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে