Ajker Patrika

২৮ জুন পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ জুন ২০২১, ১৫: ৪৬
২৮ জুন পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

ঢাকা: জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ২৮ জুন সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবারের (১৭ জুলাই) অধিবেশন শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ ঘোষণা দেন।

স্বাস্থ্যবিধি মেনে চলতি মাসের ২ তারিখে বাজেট অধিবেশন শুরু হয়। বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দুই দিন বিরতি দিয়ে ৬ জুন থেকে শুরু হয় বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা। ৭ জুন সোমবার সম্পূরক বাজেট পাসের পর অধিবেশন ১৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়।

টানা ছয় দিন বিরতি দিয়ে ১৪ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়। ১৫,১৬ ও ১৭ জুন পর্যন্ত চলে। অধিবেশন শুরু হলে আগামী ২৮ জুনও সাধারণ আলোচনা হবে। ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।

আগামী ১ জুলাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ভাষণের মধ্য দিয়ে করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত