Ajker Patrika

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বে দাম বাড়ছে জ্বালানি তেলের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৮: ৪০
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বে দাম বাড়ছে জ্বালানি তেলের

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ২৫ ডলার বেড়ে ৮৬ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ছে যুক্তরাষ্ট্রেও। 

ইসরায়েল ও ফিলিস্তিন কোনো জ্বালানি তেলের উৎপাদক দেশ নয়। তবে বৈশ্বিক সরবরাহের প্রায় এক তৃতীয়াংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। 

গত শনিবার হামাসের আকস্মিক ও নজিরবিহীন হামলার পর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে পুরো এলাকা অস্থির হয়ে উঠেছে। 

পশ্চিমা বিশ্ব হামাসের হামলার নিন্দা জানিয়েছে। তবে বাকিরা এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরুর ওপর জোর দিচ্ছে। 

এদিকে হামাস ও লেবাননে হিজবুল্লাহর সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালসহ একাধিক পশ্চিমা গণমাধ্যমে খবর এসেছে, এই হামলার পেছনে সব ধরনের সহযোগিতা দিয়েছে ইরান। যদিও যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েলে হামাসের হামলার পেছনে ইরানের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। 

যেখানে ইরান বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী দেশ। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান এই হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছে। যদিও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ইসরায়েল হামলার জন্য হামাসকে অভিনন্দন জানিয়েছেন। 

জ্বালানি বিশ্লেষক সৌল কাভোনিক বিবিসিকে বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ঢেউ ইরান ও সৌদি আরবের মতো পার্শ্ববর্তী তেল উৎপাদক দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত