Ajker Patrika

তিন দেশের মধ্যে মালবাহী গাড়ি চলাচলে তোড়জোড়, ঢাকায় বৈঠক অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০: ২০
তিন দেশের মধ্যে মালবাহী গাড়ি চলাচলে তোড়জোড়, ঢাকায় বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ, ভারত ও নেপাল উপ-আঞ্চলিক জোট বিবিআইএনের আওতায় সড়কপথে মালবাহী গাড়ি চলাচল শুরুর প্রক্রিয়া দ্রুততর করতে রাজি হয়েছে তিন দেশ। বুধবার (৬ মার্চ) ঢাকায় জোটের এক বৈঠকে তিন দেশ এ বিষয়ে একমত হয়। 

বিবিআইএনের আওতায় চার দেশের মধ্যে ২০১৫ সালে সই হওয়া যে মোটরযান চলাচল চুক্তি আছে, তা কার্যকর করতে একটি প্রটোকল সইয়ের বিষয়ও কর্মকর্তারা বৈঠকে আলোচনা করেন। 

কর্মকর্তারা মনে করেন, চুক্তিটি কার্যকর হলে চার দেশের মধ্যে মানুষের চলাচল ও পণ্য পরিবহন সহজতর হবে। অর্থনৈতিক ও বাণিজ্যের দিক থেকে এর সুফল পাবে সমগ্র দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পান্ত ও নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ভিমরঞ্জন অধিকারী বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। 

পরিবেশ রক্ষার দিকটি বিবেচনায় নিয়ে এই প্রক্রিয়া থেকে এর আগে সরে দাঁড়িয়েছিল ভুটান। দেশটির কর্মকর্তারা এবারের বৈঠকে জানান, ভুটানও চার দেশের মধ্যে মালবাহী গাড়ি চলাচলের সুযোগ নেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত