এএফপি, ওয়াশিংটন
ইউক্রেনকে আরও ১ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান ঋণ কর্মসূচির আওতায় দেশটির বাজেট সহায়তার অংশ হিসেবে এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
এই অনুমোদন এমন এক সময়ে এসেছে, যখন রাশিয়ার অব্যাহত হামলার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। মাত্র এক মাস আগে আইএমএফের কর্মীরা ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের চার বছরব্যাপী কর্মসূচির ষষ্ঠ পর্যালোচনা সম্পন্ন করেছেন।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেন, রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের ওপর ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলছে। যুদ্ধের মধ্যেও ইউক্রেনীয় কর্তৃপক্ষের দক্ষ নীতিনির্ধারণ ও উল্লেখযোগ্য বৈদেশিক সহায়তার কারণে দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।
আইএমএফের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির অধীনে অর্থছাড়ের পর গত বছরের মার্চে চুক্তি সই হওয়ার পর থেকে ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার পেয়েছে ইউক্রেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘আমাদের দেশের এই কঠিন সময়ে ধারাবাহিক সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতি গভীর কৃতজ্ঞ।’
গত শুক্রবার আইএমএফ বোর্ডের অনুমোদন পাওয়া অর্থ ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই পাবে ইউক্রেন। ট্রাম্প ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন এবং দ্রুত সংঘাত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এর ফলে মার্কিন মিত্রদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, ইউক্রেন হয়তো রাশিয়ার কাছে তাদের গুরুত্বপূর্ণ ভূখণ্ড ছাড়তে বাধ্য হবে।
আইএমএফের প্রধান জর্জিয়েভা বলেন, ইউক্রেনের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, যদিও অবকাঠামোর ওপর হামলা ও শ্রমবাজার-সংকটের মতো বাধা রয়েছে। ঝুঁকিগুলো এখনো প্রধানত নেতিবাচক দিকে ঝুঁকে আছে। যদি ঝুঁকিগুলো বাস্তবায়িত হয়, তবে যথাযথ নীতিগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা অত্যন্ত জরুরি।
ইউক্রেনকে আরও ১ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান ঋণ কর্মসূচির আওতায় দেশটির বাজেট সহায়তার অংশ হিসেবে এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
এই অনুমোদন এমন এক সময়ে এসেছে, যখন রাশিয়ার অব্যাহত হামলার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। মাত্র এক মাস আগে আইএমএফের কর্মীরা ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের চার বছরব্যাপী কর্মসূচির ষষ্ঠ পর্যালোচনা সম্পন্ন করেছেন।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেন, রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের ওপর ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলছে। যুদ্ধের মধ্যেও ইউক্রেনীয় কর্তৃপক্ষের দক্ষ নীতিনির্ধারণ ও উল্লেখযোগ্য বৈদেশিক সহায়তার কারণে দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।
আইএমএফের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির অধীনে অর্থছাড়ের পর গত বছরের মার্চে চুক্তি সই হওয়ার পর থেকে ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার পেয়েছে ইউক্রেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘আমাদের দেশের এই কঠিন সময়ে ধারাবাহিক সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতি গভীর কৃতজ্ঞ।’
গত শুক্রবার আইএমএফ বোর্ডের অনুমোদন পাওয়া অর্থ ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই পাবে ইউক্রেন। ট্রাম্প ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন এবং দ্রুত সংঘাত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এর ফলে মার্কিন মিত্রদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, ইউক্রেন হয়তো রাশিয়ার কাছে তাদের গুরুত্বপূর্ণ ভূখণ্ড ছাড়তে বাধ্য হবে।
আইএমএফের প্রধান জর্জিয়েভা বলেন, ইউক্রেনের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, যদিও অবকাঠামোর ওপর হামলা ও শ্রমবাজার-সংকটের মতো বাধা রয়েছে। ঝুঁকিগুলো এখনো প্রধানত নেতিবাচক দিকে ঝুঁকে আছে। যদি ঝুঁকিগুলো বাস্তবায়িত হয়, তবে যথাযথ নীতিগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা অত্যন্ত জরুরি।
বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন করে বন্দর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। দুই দেশের সব স্থলবন্দর দিয়ে পণ্যগুলো রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে শুধু একটি সমুদ্রবন্দর খোলা রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগেচীনের খাইশি গ্রুপ আবারও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে। আজ সোমবার ৪ কোটি ৫ হাজার ডলারের একটি নতুন বিনিয়োগ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮৮ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
১১ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ২৭ লাখ ৭২ হাজার মার্কিন ডলার (প্রায় ৩২৭ কোটি টাকা) বিনিয়োগ করবে চীনের লেসো গ্রুপ। এ জন্য প্রতিষ্ঠানটিকে ১২ দশমিক ৫ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
১১ ঘণ্টা আগেদেশের ব্যাংক খাতের আলোচনায় বারবার ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি ও খেলাপির চিত্র। এর খেসারত দিচ্ছে অর্থনীতি, ভুগছেন সাধারণ গ্রাহক। ঠিক এক বছর আগে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর এসব সংস্কারে হাত দেন, যার ফলে বেরিয়ে আসে ভয়ংকর সব বাস্তবতা।
১৪ ঘণ্টা আগে