আসাদুজ্জামান নূর, ঢাকা
ফ্লোর প্রাইস বা শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর দিয়ে সূচকের পতন ঠেকানো গেলেও ২০২৩ সালে পুঁজিবাজার থেকে বিশেষ লাভ হয়নি বিনিয়োগকারীদের। নতুন বছরে পুঁজিবাজারে প্রাণ ফেরাতে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পরেই ফ্লোর প্রত্যাহারের দাবি জানিয়েছেন অংশীজনেরা। তবে পুঁজিবাজার স্থিতিশীল থাকলেই কেবল ফ্লোর প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যদিও সংস্থাটির সাম্প্রতিক সময়ের কার্যক্রম ফ্লোর প্রত্যাহারের পূর্বপ্রস্তুতির আভাস দিচ্ছে। তবে স্পষ্ট করে কেউই কিছু বলছেন না।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ফ্লোর প্রাইসের কারণে বাজার যথাযথভাবে কাজ করছিল না। বিনিয়োগকারীরা আসতে চাচ্ছে না। বাজারকে সক্রিয় করা প্রয়োজন। আশা করছি, নির্বাচনের পর শিগগিরই ফ্লোর প্রাইস উঠে যাবে। তাহলে বাজারে যথাযথ লেনদেন দেখতে পাব।
ফ্লোর প্রত্যাহারে কৌশলগত পরামর্শ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক মো. আল-আমিন বলেন, প্রাথমিকভাবে মার্জিন ঋণ নেই, এমন কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস আগে তুলে দেওয়া যেতে পারে। মার্জিনের ক্ষেত্রে আলোচনা করে ফ্লোর নির্ধারণ করতে হবে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর সঙ্গে আলোচনা করে ফ্লোরে থাকা শেয়ারের পরিমাণ নির্ধারণ করে পুনর্বাসন করতে হবে। এ জন্য নীতিনির্ধারকদের সমন্বিত প্রয়াস প্রয়োজন।
স্পষ্ট করে বক্তব্য না দিলেও বিএসইসি নির্বাচনের পরে ফ্লোর প্রাইস প্রত্যাহারের কার্যক্রম শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বুধবার ৩০টি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। সেখানে ফ্লোর প্রত্যাহারের দাবি ওঠে। গতকাল বৃহস্পতিবার ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয়েছে।
সূত্র বলছে, নির্বাচনের পরে ফ্লোর প্রত্যাহার করে নিলে পুঁজিবাজারে বিক্রয় চাপে তারল্য সংকট দেখা দিতে পারে। চাপ সামাল দিতে ফান্ড প্রয়োজন। সে জন্যই একের পর এক অংশীজনদের সঙ্গে বৈঠক করছে বিএসইসি।
ইতিমধ্যে বিএসইসির নির্দেশনায় পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে ১০০ কোটি টাকার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিএমএসএফের ফান্ড বাড়ানোর বিষয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়েছে। ঋণের সুদের হার এখনো নির্ধারণ করা হয়নি। তবে তা কম রাখার দাবি উঠেছে। এ ছাড়া বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাংকগুলোর সংগঠন এবিবির সঙ্গেও আলোচনায় বসতে যাচ্ছে বিএসইসি।
এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের পরে বাজারটা যাতে জমজমাট হয়, সবাইকে নিয়ে সে ব্যাপারে কাজ করছি। ফ্লোর প্রাইস নিয়েও আলোচনা হয়েছে। তবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ফ্লোর প্রত্যাহারে দাবির বিষয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের পরে যদি দেখি পুঁজিবাজার স্থিতিশীল হয়ে আসছে, তাহলে প্রত্যাহার করব।’
ফ্লোর প্রাইস বা শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর দিয়ে সূচকের পতন ঠেকানো গেলেও ২০২৩ সালে পুঁজিবাজার থেকে বিশেষ লাভ হয়নি বিনিয়োগকারীদের। নতুন বছরে পুঁজিবাজারে প্রাণ ফেরাতে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পরেই ফ্লোর প্রত্যাহারের দাবি জানিয়েছেন অংশীজনেরা। তবে পুঁজিবাজার স্থিতিশীল থাকলেই কেবল ফ্লোর প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যদিও সংস্থাটির সাম্প্রতিক সময়ের কার্যক্রম ফ্লোর প্রত্যাহারের পূর্বপ্রস্তুতির আভাস দিচ্ছে। তবে স্পষ্ট করে কেউই কিছু বলছেন না।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ফ্লোর প্রাইসের কারণে বাজার যথাযথভাবে কাজ করছিল না। বিনিয়োগকারীরা আসতে চাচ্ছে না। বাজারকে সক্রিয় করা প্রয়োজন। আশা করছি, নির্বাচনের পর শিগগিরই ফ্লোর প্রাইস উঠে যাবে। তাহলে বাজারে যথাযথ লেনদেন দেখতে পাব।
ফ্লোর প্রত্যাহারে কৌশলগত পরামর্শ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক মো. আল-আমিন বলেন, প্রাথমিকভাবে মার্জিন ঋণ নেই, এমন কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস আগে তুলে দেওয়া যেতে পারে। মার্জিনের ক্ষেত্রে আলোচনা করে ফ্লোর নির্ধারণ করতে হবে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর সঙ্গে আলোচনা করে ফ্লোরে থাকা শেয়ারের পরিমাণ নির্ধারণ করে পুনর্বাসন করতে হবে। এ জন্য নীতিনির্ধারকদের সমন্বিত প্রয়াস প্রয়োজন।
স্পষ্ট করে বক্তব্য না দিলেও বিএসইসি নির্বাচনের পরে ফ্লোর প্রাইস প্রত্যাহারের কার্যক্রম শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বুধবার ৩০টি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। সেখানে ফ্লোর প্রত্যাহারের দাবি ওঠে। গতকাল বৃহস্পতিবার ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয়েছে।
সূত্র বলছে, নির্বাচনের পরে ফ্লোর প্রত্যাহার করে নিলে পুঁজিবাজারে বিক্রয় চাপে তারল্য সংকট দেখা দিতে পারে। চাপ সামাল দিতে ফান্ড প্রয়োজন। সে জন্যই একের পর এক অংশীজনদের সঙ্গে বৈঠক করছে বিএসইসি।
ইতিমধ্যে বিএসইসির নির্দেশনায় পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে ১০০ কোটি টাকার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিএমএসএফের ফান্ড বাড়ানোর বিষয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়েছে। ঋণের সুদের হার এখনো নির্ধারণ করা হয়নি। তবে তা কম রাখার দাবি উঠেছে। এ ছাড়া বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাংকগুলোর সংগঠন এবিবির সঙ্গেও আলোচনায় বসতে যাচ্ছে বিএসইসি।
এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের পরে বাজারটা যাতে জমজমাট হয়, সবাইকে নিয়ে সে ব্যাপারে কাজ করছি। ফ্লোর প্রাইস নিয়েও আলোচনা হয়েছে। তবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ফ্লোর প্রত্যাহারে দাবির বিষয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের পরে যদি দেখি পুঁজিবাজার স্থিতিশীল হয়ে আসছে, তাহলে প্রত্যাহার করব।’
চীনের খাইশি গ্রুপ আবারও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে। আজ সোমবার ৪ কোটি ৫ হাজার ডলারের একটি নতুন বিনিয়োগ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮৮ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ২৭ লাখ ৭২ হাজার মার্কিন ডলার (প্রায় ৩২৭ কোটি টাকা) বিনিয়োগ করবে চীনের লেসো গ্রুপ। এ জন্য প্রতিষ্ঠানটিকে ১২ দশমিক ৫ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
৩ ঘণ্টা আগেদেশের ব্যাংক খাতের আলোচনায় বারবার ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি ও খেলাপির চিত্র। এর খেসারত দিচ্ছে অর্থনীতি, ভুগছেন সাধারণ গ্রাহক। ঠিক এক বছর আগে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর এসব সংস্কারে হাত দেন, যার ফলে বেরিয়ে আসে ভয়ংকর সব বাস্তবতা।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানির একটি বড় অংশ যায় চীনে। সম্প্রতি চীনকে সয়াবিন আমদানি চার গুণ বাড়াতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার স্থানীয় সময় রাতে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘চীন সয়াবিনের ঘাটতি নিয়ে চিন্তিত। আমি আশা করি, চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা (চার গ
৬ ঘণ্টা আগে