Ajker Patrika

উপায় অ্যাপ ব্যবহারে লাগবে না ইন্টারনেট ডাটা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২: ২২
উপায় অ্যাপ ব্যবহারে লাগবে না ইন্টারনেট ডাটা

রবি ও এয়ারটেল গ্রাহকদের ‘উপায়’ অ্যাপ ব্যবহারে লাগবে না কোনো ইন্টারনেট ডাটা। ইন্টারনেট সংযোগ ছাড়াই তাঁরা এই মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারবেন। আজ সোমবার ঢাকা ওয়েস্টিন হোটেলে রবি আজিয়াটা লিমিটেড ও উপায়-এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

উপায়-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সাইদুল হক খন্দকার এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

চুক্তি অনুযায়ী, ‘উপায়’ অ্যাপের মাধ্যমে লেনদেনে রবি ও এয়ারটেল গ্রাহকদের কোনো ইন্টারনেট সংযোগ দরকার নেই। এ ছাড়া যেসব গ্রাহক উপায় অ্যাপ ডাউনলোড ও রেজিস্ট্রেশন করবেন তাঁরা সর্বোচ্চ ৪৫০ টাকা ক্যাশ রিওয়ার্ডসহ এক জিবি ইন্টারনেট বোনাস পাবেন। 

রবি আজিয়াটার সঙ্গে এই চুক্তি ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে উল্লেখ করে উপায়-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সায়দুল এইচ খন্দকার বলেন, ইন্টারনেট ডাটা না থাকায় মাঝ মধ্যেই টাকা লেনদেনে গ্রাহকদের বিড়ম্বনায় পড়তে হয়। তাই গ্রাহকদের কাছে আরও সহজভাবে পৌঁছাতেই আমাদের এই উদ্যোগ।

অনুষ্ঠানে রবি আজিয়াটার চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে শুধু রবির নেটওয়ার্ক ছড়িয়ে আছে। দেশব্যাপী ডিজিটাল জীবনযাত্রা রূপান্তরে উচ্চগতির মোবাইল ডাটা নেটওয়ার্ক স্থাপন করা থেকে শুরু করে নানা ধরনের ডিজিটাল সেবা নিয়ে আসার ক্ষেত্রে রবি সবচেয়ে এগিয়ে আছে। এই চুক্তির মাধ্যমে বহুমুখী ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ আরও প্রসারিত হবে। 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড উপায়-এর যাত্রা শুরু হয় এ বছরের ১৭ মার্চ। এই অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, ই-স্টোর এবং ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন বিতরণ, মোবাইল রিচার্জ এবং অন্যান্য পরিষেবা পাওয়া যায়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপায়-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. নূর-ই-আলম সিদ্দিকি, চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান, চিফ মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন অফিসার মাহবুবুর রহমান জিসান, ডিস্ট্রিবিউশন সেলস ডিরেক্টর বিপ্লব ব্যানার্জি এবং রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অপারেশন অ্যান্ড এমএফএস) মো. শওকত কাদের চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং) এটিএম শামিম উজ জামান, ভাইস প্রেসিডেন্ট (মিডিয়া ম্যানেজমেন্ট) গাজি আল আমিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত