Ajker Patrika

বিশ্ববাজারে তেলের দাম ছয় মাসে সর্বনিম্ন

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১: ২০
বিশ্ববাজারে তেলের দাম ছয় মাসে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে আরও কমল তেলের দাম। গত জানুয়ারির পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার ডব্লিউটিআইয়ের দাম কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৩ মার্কিন ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ২৮ ডলার বা ৩ দশমিক ৬৭ শতাংশ কম। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৯৮ ডলার বা ৩ দশমিক ১৩ শতাংশ কমে ৯২ দশমিক ১২ ডলারে পৌঁছায়।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুসারে, সবশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত কমেছে। গত ১২ আগস্ট সপ্তাহান্তে অপরিশোধিত তেলের মজুত প্রায় ৪ লাখ ৪৮ হাজার ব্যারেল কমে। গ্যাসোলিনের মজুত কমে প্রায় ৪৫ লাখ ব্যারেল। 

এ ছাড়া বিনিয়োগকারীরা এখনো ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহালের অগ্রগতি সম্পর্কে নিশ্চয়তার অপেক্ষায় আছেন। ইরান ও যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবে সম্মত হলে ইরানি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ আরও বাড়বে। 

গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র বলেছে, তারা ২০১৫ পরমাণু চুক্তি পুনর্বহালের প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। 

এ অবস্থায় বারক্লেস, ২০২২ ও ২০২৩ সালের জন্য ব্রেন্ট ক্রুডের সম্ভাব্য দাম ব্যারেলপ্রতি আরও আট ডলার কমানোর বিষয়ে আভাস দেয়। রাশিয়ার তেলের ‘স্থিতিস্থাপক’ সরবরাহের কারণে নিকট ভবিষ্যতে অপরিশোধিত তেলের বড় উদ্বৃত্ত সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত