Ajker Patrika

এবার পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস

অনলাইন ডেস্ক
এবার পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস

টানা পাঁচ বছর পালনের পর এবার পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস। পাঁচ বছর ধরে প্রতি ১ মার্চ দিবসটি পালিত হচ্ছিল। তবে এ বছর জাতীয় বিমা দিবসের পাশাপাশি বিমা মেলাও অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে আইডিআরএর এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় বিমা দিবস পালন করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা প্রয়োজন হয়। কিন্তু এ বছর আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, এবার জাতীয় বিমা দিবস পালিত হচ্ছে না।

প্রসঙ্গত, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন। সে ঘটনাকে স্মরণ করে আওয়ামী লীগ সরকার ২০২০ সালে ১ মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করে। এরপর ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে দিবসটি পালন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত