Ajker Patrika

বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে

আপডেট : ০৩ জুন ২০২১, ১১: ২০
বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে

ঢাকা: ব্যবসায়ীদের জন্য এবার ‘মিষ্টি’ বাজেট দিতে যাচ্ছে সরকার! টাকার অঙ্কে বড় বাজেট হলেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা না বাড়িয়ে বরং ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিপুল কর ছাড় দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের চাপ কমিয়ে ঋণনির্ভর বাজেটের দিকে হেঁটেছে সরকার। তাই এবার প্রথমবারের মতো রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ২০২১-২২ সালের জাতীয় বাজেট উপস্থাপন করবেন এবং রাজস্ব খাতে বিপুল কর ছাড়ের ঘোষণা দেবেন। বাজেট উপস্থাপনের যাবতীয় আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাসহ অন্যান্য নথিপত্র বিজি প্রেস থেকে আনুষ্ঠানিকতা শেষে সংসদ ভবনে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটের প্রভাবে যেসব পণ্যের দাম বাড়তে পারে
বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য প্রভৃতি আমদানিতে নতুন করে শুল্ক আরোপ হতে পারে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

অতিরিক্ত শুল্ক আরোপের কারণে বাজেটে তামাকজাত পণ্যের একটি স্ল্যাবে দাম বাড়তে পারে।

প্রস্তাবিত বাজেটে মদ আমদানিতে অগ্রিম কর ২০ শতাংশ বাড়তে পারে ফলে দাম বাড়বে অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্যের।

খুচরা পর্যায়ে স্যানিটারি টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার ও টাইলসের দাম বাড়তে পারে।

দেশীয় কোম্পানিগুলোর সুবিধার্থে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়তে পারে।

দেশীয় কৃষিপণ্য সুরক্ষায় আমদানি করা ক্যাপসিকাম ও বেবিকর্নের ওপর শুল্ক আরোপের ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

প্রস্তাবিত বাজেটের প্রভাবে যেসব পণ্যের দাম কমতে পারে
মাইক্রোবাস ও হাউব্রিড গাড়ির দাম কমতে পারে। কমতে পারে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতির সরঞ্জামের।

ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-লার্নিং প্লাটফর্ম, ই-বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস ও ফ্রিল্যান্সিং থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব সেক্টর থেকে মিলতে পারে কম মূল্যে সেবা।

জানা গেছে, লাইট ইঞ্জিনিয়ারিং খাতে আমদানি নির্ভরতা কাটিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য শিল্পোদ্যোক্তা তৈরিতে এমন সুবিধা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ফলে এসব সেক্টরের যন্ত্রপাতির দাম কমবে।

আগাম কর প্রত্যাহার করায় দাম কমতে পারে কম্পিউটার, মোবাইল, সিমেন্ট ও স্টিল শিল্প পণ্যের।

দেশে উৎপাদিত ইলেকট্রনিকস শিল্পের (এসি-ফ্রিজ) ভ্যাট অব্যাহতি রয়েছে। ফলে এসব পণ্য কম দামে মিলতে পারে।

করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক, পিপিই, গ্লাভস, গগলস, ভাইরাস শনাক্তের কিট, নানা ধরনের কেমিক্যাল ও মেডিকেল পণ্য আমদানিতে সব ধরনের কর মওকুফ করা হয়েছে। এ সুবিধা অব্যাহত থাকছে। ফলে এ জাতীয় পণ্য কম দামে মিলবে। বিশেষ কর সুবিধা পেতে পারে হাসপাতালের আইসিইউ, সিসিইউসহ জরুরি সেবায় ব্যবহৃত যন্ত্রাংশ।

বিষয়:

বাজেট
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত