Ajker Patrika

দুই মাস সময় বাড়িয়েও সাড়া কম, দুই তৃতীয়াংশ রিটার্ন জমা পড়েনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই মাস সময় বাড়িয়েও সাড়া কম, দুই তৃতীয়াংশ রিটার্ন জমা পড়েনি

কোনো প্রচেষ্টাতেই আয়কর রিটার্ন জমার লক্ষ্য পূরণ হচ্ছে না। নানা অজুহাতে রিটার্ন জমার সময় বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই মাস সময় বাড়ানোর পরও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি।

গত ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৫ লাখ ৪০ হাজার। এ থেকে কর আদায় হয়েছে প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা। অথচ টিআইএন–ধারী করদাতার সংখ্যা প্রায় ১ কোটি। গত অর্থবছরের চেয়ে এবার ১৭ শতাংশ বেশি রিটার্ন জমা হলেও তা টিআইএন–ধারীর সংখ্যার তুলনায় অনেক কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এনবিআর জানায়, গত অর্থবছরের জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা পড়েছিল ৩০ লাখ ২৮ হাজারের কিছু বেশি। পরে অবশ্য তা ৩৫ লাখে পৌঁছায়। 

চলতি অর্থবছরে নতুন আয়কর আইনে ৪৩টি সেবা নেওয়ার ক্ষেত্রে আয়কর প্রত্যয়নপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এতে আশা করা হয়েছিল, আয়কর রিটার্ন জমা অনেক বাড়বে। বাস্তবে রিটার্ন জমা বাড়লেও তা প্রত্যাশার চেয়ে কম। 

যারা দুই মাস বাড়তি সময় পেয়েও রিটার্ন জমা দেননি, তাঁদের বর্ধিত হারে জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে এনবিআর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত