আজকের পত্রিকা ডেস্ক
‘প্রতিদিনই অভিযান হচ্ছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে বাজার কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর হওয়াটা জরুরি হয়ে পড়েছে। আমরা তা সিরিয়াসলি ভাবছি। আলুর মূল্য ভোক্তাদের নাগালে আনতে হিমশিম খাচ্ছি। আমরা দুঃখিত। বাজার ব্যবস্থাটি অসুস্থ ও অস্বাভাবিক।’
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নিয়ে এই উপলব্ধি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের। গতকাল হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের একটি গ্রুপে এমন বার্তাই পাঠান তিনি।
টিসিবির হিসাবে রাজধানীর বাজারগুলোতে গতকাল খুচরায় আলু বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি।
এক সপ্তাহ আগে ছিল ৬৫-৭৫ টাকা। অথচ আলু আমদানির জন্য ১৩ শতাংশ শুল্কছাড় দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের বার্তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আলীম আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে সিন্ডিকেট ও কারসাজি যে রয়েছে, তা আমরা ডিমের বাজার দিয়েই প্রমাণ পেয়েছি। সাধারণত কাউকে কোনো অপরাধের জন্য শাস্তি দিলে অন্যরা এ থেকে শিক্ষা নিয়ে সেই অপরাধটা ছেড়ে দেওয়ার কথা। কিন্তু বাজারে এত অভিযান ও শাস্তির পরও কারসাজি থামছে না। এটা কোনো সুস্থ ও স্বাভাবিক বাজারের আচরণ হতে পারে না।’
তবে বাজারকে স্বাভাবিক করার দায়িত্ব ভোক্তা অধিদপ্তরের একার নয় বলে মন্তব্য করেন ডিজি। তিনি বলেন, সব অপরাধের শাস্তি ভোক্তা অধিদপ্তর দিতেও পারে না। তাই সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে।
এদিকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজার যতটুকু সম্ভব সহনশীল করতে। ইতিমধ্যে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। সবার সহযোগিতায় চিনি, পেঁয়াজের ও তেলের দাম কিছুটা কমে এসেছে ইতিমধ্যে।’
‘প্রতিদিনই অভিযান হচ্ছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে বাজার কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর হওয়াটা জরুরি হয়ে পড়েছে। আমরা তা সিরিয়াসলি ভাবছি। আলুর মূল্য ভোক্তাদের নাগালে আনতে হিমশিম খাচ্ছি। আমরা দুঃখিত। বাজার ব্যবস্থাটি অসুস্থ ও অস্বাভাবিক।’
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নিয়ে এই উপলব্ধি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের। গতকাল হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের একটি গ্রুপে এমন বার্তাই পাঠান তিনি।
টিসিবির হিসাবে রাজধানীর বাজারগুলোতে গতকাল খুচরায় আলু বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি।
এক সপ্তাহ আগে ছিল ৬৫-৭৫ টাকা। অথচ আলু আমদানির জন্য ১৩ শতাংশ শুল্কছাড় দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের বার্তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আলীম আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে সিন্ডিকেট ও কারসাজি যে রয়েছে, তা আমরা ডিমের বাজার দিয়েই প্রমাণ পেয়েছি। সাধারণত কাউকে কোনো অপরাধের জন্য শাস্তি দিলে অন্যরা এ থেকে শিক্ষা নিয়ে সেই অপরাধটা ছেড়ে দেওয়ার কথা। কিন্তু বাজারে এত অভিযান ও শাস্তির পরও কারসাজি থামছে না। এটা কোনো সুস্থ ও স্বাভাবিক বাজারের আচরণ হতে পারে না।’
তবে বাজারকে স্বাভাবিক করার দায়িত্ব ভোক্তা অধিদপ্তরের একার নয় বলে মন্তব্য করেন ডিজি। তিনি বলেন, সব অপরাধের শাস্তি ভোক্তা অধিদপ্তর দিতেও পারে না। তাই সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে।
এদিকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজার যতটুকু সম্ভব সহনশীল করতে। ইতিমধ্যে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। সবার সহযোগিতায় চিনি, পেঁয়াজের ও তেলের দাম কিছুটা কমে এসেছে ইতিমধ্যে।’
ডিজিটাল ব্যাংকিংয়ের সম্ভাবনা বিশাল, কিন্তু দেশ এখনো তা কাজে লাগাতে পারছে না। বর্তমানে আর্থিক খাতের মোট লেনদেনের ২৭-২৮ শতাংশ হচ্ছে ডিজিটাল মাধ্যমে, বাকিটা প্রথাগত ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল। এর পেছনে রয়েছে সহায়ক নীতিমালার ঘাটতি, গ্রাহকের আস্থার সংকট, দুর্বল অবকাঠামো, সমন্বয়ের অভাব আর সাইবার...
৭ ঘণ্টা আগেবন্ড সুবিধার অপব্যবহারের ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউসের আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, তাঁরা কনটেইনারপ্রতি ঘুষ নিয়ে প্রাপ্যতার বাইরে বিপুল কাপড় খালাস দিয়েছেন, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে।
৭ ঘণ্টা আগেবাসমতী ছাড়া অন্যান্য চাল রপ্তানিতে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে এ পরিবর্তন আনে। এর ফলে এখন থেকে নন-বাসমতী চাল রপ্তানির প্রতিটি চুক্তি..
৮ ঘণ্টা আগেসর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের
১০ ঘণ্টা আগে