নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লা নূরী উপস্থিত থাকবেন। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত রিহ্যাবের সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোহাম্মদ সোহেল রানা। সংবাদ সম্মেলনে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, নজরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সোহেল রানা বলেন, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এ ছাড়া চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশেও মেলার আয়োজন করছে।
সোহেল রানা বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ণশিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে রিহ্যাব ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় প্রায় ১৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে। আর মেলায় থাকবে ২২০টি স্টল। এ ছাড়া মেলায় ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রিহ্যাব যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া ও কাতারে ১টি করে এবং দুবাইতে ২টি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে। এসব মেলা আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে-বিদেশে গৃহায়ণশিল্পের বাজার তৈরি ও প্রসারের চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, এবারের মেলায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। এ ছাড়া মাল্টিপল এন্ট্রির প্রবেশ ফি ১০০ টাকা। সিঙ্গেল এন্ট্রি টিকিটে একবার ও মাল্টিপল এন্ট্রি টিকিটে পাঁচবার মেলায় প্রবেশ করা যাবে।
আগামী ২৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লা নূরী উপস্থিত থাকবেন। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত রিহ্যাবের সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোহাম্মদ সোহেল রানা। সংবাদ সম্মেলনে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, নজরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সোহেল রানা বলেন, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এ ছাড়া চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশেও মেলার আয়োজন করছে।
সোহেল রানা বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ণশিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে রিহ্যাব ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় প্রায় ১৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে। আর মেলায় থাকবে ২২০টি স্টল। এ ছাড়া মেলায় ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রিহ্যাব যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া ও কাতারে ১টি করে এবং দুবাইতে ২টি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে। এসব মেলা আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে-বিদেশে গৃহায়ণশিল্পের বাজার তৈরি ও প্রসারের চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, এবারের মেলায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। এ ছাড়া মাল্টিপল এন্ট্রির প্রবেশ ফি ১০০ টাকা। সিঙ্গেল এন্ট্রি টিকিটে একবার ও মাল্টিপল এন্ট্রি টিকিটে পাঁচবার মেলায় প্রবেশ করা যাবে।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
১ দিন আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১ দিন আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
১ দিন আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
১ দিন আগে