নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন পবিত্র রমজান উপলক্ষে আয়োজন করেছে ‘নূর-ই-রমজান’, যার প্রাইম ইভেন্ট পার্টনার ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এই আয়োজনে থাকছে বিলাসবহুল ইফতার কাম ডিনার বুফে, রমজান স্টেকেশন প্যাকেজ ও বিশেষ ইফতার টেকঅ্যাওয়ে বক্স।
উৎসব হলে রাজকীয় ইফতার ও ডিনার বুফে
রমজানের বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ‘উৎসব হল’কে সাজিয়েছে মধ্যপ্রাচ্যের আদলে। অতিথিরা এখানে উপভোগ করতে পারবেন ৮ হাজার ৫০০ টাকা নেট মূল্যের ইফতার কাম ডিনার বুফে, যেখানে থাকছে রমজানের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক স্বাদের বিশেষ আয়োজন।
বুফেতে রয়েছে গুরমে আরবীয় মেজ্জা, ধীর আঁচে রান্না করা খাসির হালিম, সুগন্ধি চিকেন মান্দি ও লাইভ কার্ভিং স্টেশনে বিশেষভাবে মেরিনেট করা ‘হোল ল্যাম্ব ওউজি’। এ ছাড়া পাওয়া যাবে গ্রিলড সি-ফুড, শাওয়ারমা র্যাপ, ফালাফেল, কাবাবসহ নানা সুস্বাদু পদ। মিষ্টির আয়োজনে রয়েছে কুনাফা, উম্মে আলী, পেস্তাবাদাম বাকলাভা ও হাতের তৈরি তুর্কি মিষ্টি।
বিশেষ অফারের আওতায় নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীরা পাবেন ‘বাই ১ গেট ১’ অফার, আর সিটি ব্যাংকের প্লাটিনাম কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ১ গেট ২’ সুবিধা।
এক্সক্লুসিভ ইফতার টেকঅ্যাওয়ে–ঘরেই উপভোগ করুন বিলাসবহুল ভোজ
যাঁরা বাড়িতে থেকে রমজানের সুস্বাদু খাবার উপভোগ করতে চান, তাঁদের জন্য র্যাডিসন ব্লু নিয়ে এসেছে পাঁচটি প্রিমিয়াম ইফতার টেকঅ্যাওয়ে বিকল্প—
রমজান টেকঅ্যাওয়ে গোল্ড এক্সক্লুসিভ বক্স–৩,৬০০ টাকা
ইফতার টেকঅ্যাওয়ে বক্স (দুজনের জন্য এক্সক্লুসিভ)–৮,৫০০ টাকা
স্পেশাল ও এক্সক্লুসিভ সুইট গিফট হ্যাম্পার বক্স (প্রিমিয়াম)–৮,৫০০ টাকা
স্পেশাল মাটন হালিম টেকঅ্যাওয়ে (প্রতি কেজি)–৩,০০০ টাকা
ঘি স্পেশাল ফ্রাইড জিলাপি (প্রতি কেজি)–২,৫০০ টাকা
প্রতিটি বক্সে থাকছে প্রিমিয়াম খেজুর, বিভিন্ন কাবাব, র্যাডিসন স্পেশাল হালিম, সুগন্ধি বিরিয়ানি ও সিগনেচার মিষ্টান্ন।
এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক ও সিটি ব্যাংকের নির্দিষ্ট কার্ড ব্যবহারকারীরা প্রিমিয়াম সুইট টেকঅ্যাওয়ে বক্সে ২০% ছাড় পাবেন।
বিলাসবহুল রমজান স্টেকেশন–প্রশান্তিময় অবকাশ
রমজান মাসে অতিথিদের জন্য র্যাডিসন ব্লু দিচ্ছে বিশেষ স্টেকেশন প্যাকেজ, যার মূল্য শুরু ১২,২০০+ টাকা থেকে। এই স্টেকেশন অফারে অতিথিরা উপভোগ করতে পারবেন এক প্রশান্তিময় বিলাসবহুল অবকাশ।
অনুষ্ঠানে র্যাডিসন ব্লু-র ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম, ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ কাজী সাজেদুল হাইসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন পবিত্র রমজান উপলক্ষে আয়োজন করেছে ‘নূর-ই-রমজান’, যার প্রাইম ইভেন্ট পার্টনার ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এই আয়োজনে থাকছে বিলাসবহুল ইফতার কাম ডিনার বুফে, রমজান স্টেকেশন প্যাকেজ ও বিশেষ ইফতার টেকঅ্যাওয়ে বক্স।
উৎসব হলে রাজকীয় ইফতার ও ডিনার বুফে
রমজানের বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ‘উৎসব হল’কে সাজিয়েছে মধ্যপ্রাচ্যের আদলে। অতিথিরা এখানে উপভোগ করতে পারবেন ৮ হাজার ৫০০ টাকা নেট মূল্যের ইফতার কাম ডিনার বুফে, যেখানে থাকছে রমজানের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক স্বাদের বিশেষ আয়োজন।
বুফেতে রয়েছে গুরমে আরবীয় মেজ্জা, ধীর আঁচে রান্না করা খাসির হালিম, সুগন্ধি চিকেন মান্দি ও লাইভ কার্ভিং স্টেশনে বিশেষভাবে মেরিনেট করা ‘হোল ল্যাম্ব ওউজি’। এ ছাড়া পাওয়া যাবে গ্রিলড সি-ফুড, শাওয়ারমা র্যাপ, ফালাফেল, কাবাবসহ নানা সুস্বাদু পদ। মিষ্টির আয়োজনে রয়েছে কুনাফা, উম্মে আলী, পেস্তাবাদাম বাকলাভা ও হাতের তৈরি তুর্কি মিষ্টি।
বিশেষ অফারের আওতায় নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীরা পাবেন ‘বাই ১ গেট ১’ অফার, আর সিটি ব্যাংকের প্লাটিনাম কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ১ গেট ২’ সুবিধা।
এক্সক্লুসিভ ইফতার টেকঅ্যাওয়ে–ঘরেই উপভোগ করুন বিলাসবহুল ভোজ
যাঁরা বাড়িতে থেকে রমজানের সুস্বাদু খাবার উপভোগ করতে চান, তাঁদের জন্য র্যাডিসন ব্লু নিয়ে এসেছে পাঁচটি প্রিমিয়াম ইফতার টেকঅ্যাওয়ে বিকল্প—
রমজান টেকঅ্যাওয়ে গোল্ড এক্সক্লুসিভ বক্স–৩,৬০০ টাকা
ইফতার টেকঅ্যাওয়ে বক্স (দুজনের জন্য এক্সক্লুসিভ)–৮,৫০০ টাকা
স্পেশাল ও এক্সক্লুসিভ সুইট গিফট হ্যাম্পার বক্স (প্রিমিয়াম)–৮,৫০০ টাকা
স্পেশাল মাটন হালিম টেকঅ্যাওয়ে (প্রতি কেজি)–৩,০০০ টাকা
ঘি স্পেশাল ফ্রাইড জিলাপি (প্রতি কেজি)–২,৫০০ টাকা
প্রতিটি বক্সে থাকছে প্রিমিয়াম খেজুর, বিভিন্ন কাবাব, র্যাডিসন স্পেশাল হালিম, সুগন্ধি বিরিয়ানি ও সিগনেচার মিষ্টান্ন।
এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক ও সিটি ব্যাংকের নির্দিষ্ট কার্ড ব্যবহারকারীরা প্রিমিয়াম সুইট টেকঅ্যাওয়ে বক্সে ২০% ছাড় পাবেন।
বিলাসবহুল রমজান স্টেকেশন–প্রশান্তিময় অবকাশ
রমজান মাসে অতিথিদের জন্য র্যাডিসন ব্লু দিচ্ছে বিশেষ স্টেকেশন প্যাকেজ, যার মূল্য শুরু ১২,২০০+ টাকা থেকে। এই স্টেকেশন অফারে অতিথিরা উপভোগ করতে পারবেন এক প্রশান্তিময় বিলাসবহুল অবকাশ।
অনুষ্ঠানে র্যাডিসন ব্লু-র ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম, ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ কাজী সাজেদুল হাইসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের ধাক্কায় টালমাটাল বিশ্ববাণিজ্য, বিশেষ করে এশিয়ার দেশগুলো। এশিয়ার অধিকাংশ দেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়ে থাকে। আর শুল্কের কারণে এ খাতে শঙ্কার জন্ম হয়েছে। গত ২০ এপ্রিল লিবারেশন ডে ঘোষণা করে যে শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রভাবের
৯ ঘণ্টা আগেভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর বড় ধাক্কা লেগেছে ভারতের তৈরি পোশাক খাতে। ট্রাম্পের এই শুল্ক ঘোষণার পর থেকে প্রতিদিন আতঙ্কে কাটছে এই খাতের উদ্যোক্তাদের।
১১ ঘণ্টা আগেব্যাংক খাতে লুণ্ঠন, অর্থ পাচার, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নড়বড়ে করে ফেলা, বৈদেশিক মুদ্রার মজুতে চাপ ইত্যাদি কারণে আওয়ামী লীগ আমলের শেষের দিকে অর্থনীতি মহাসংকটে পড়েছিল। এর সরাসরি প্রভাব পড়ে জনজীবনেও। মূল্যস্ফীতিতে দেশবাসীর নাভিশ্বাস ওঠে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের...
১৯ ঘণ্টা আগেচীনা প্রতিষ্ঠান চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিসিডিসি) সঙ্গে দুটি কূপ খননের চুক্তি করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। ৫৯৪ কোটি টাকা ব্যয়ে বাখরাবাদ ও তিতাস এলাকায় গভীর অনুসন্ধানে এ দুটি কূপ খনন করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে...
২০ ঘণ্টা আগে