Ajker Patrika

বিইআরসির নতুন ঘোষণা

৩৩ শতাংশ বাড়ল গ্যাসের দাম, চাপে পড়বে শিল্প

  • শিল্পে গ্যাসের দাম ৩০ টাকা থেকে ৪০ টাকা হয়েছে।
  • ক্যাপটিভে নতুন দাম ৪২, আগে ছিল ৩১.৫০ টাকা।
  • ছোট ও মাঝারি শিল্পের বেশি ক্ষতি হবে: ডিসিসিআই সভাপতি
বিশেষ প্রতিনিধি ও  নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৮: ৫০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সব ধরনের শিল্প ও কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম গড়ে প্রায় ৩৩ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ধুঁকতে থাকা পুরোনো শিল্পকারখানা যেমন চাপে পড়বে, তেমনি পিছু হঠতে পারে নতুন বিনিয়োগকারীও। কারণ কমিশন মনে করে, যাদের এই দামে গ্যাস কিনে শিল্প করা পোষাবে, তারা বিনিয়োগ করবে।

গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্যাসের নতুন দাম ঘোষণা করেন কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ। গতকাল ১৩ এপ্রিল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

সংবাদ সম্মেলনে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি বিইআরসি। এত দাম বাড়ানোর পরও দিতে পারেনি নিরবচ্ছিন্ন গ্যাস-সরবরাহের নিশ্চয়তা। এমনকি গ্যাসের দাম বাড়ানোয় সরকারের আয় কত হবে, ঘাটতি কত কমে আসবে, সেই হিসাবও নেই কমিশনের কাছে।

কী যুক্তির ভিত্তিতে গ্যাসের দাম বাড়াল কমিশন—এমন প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, কোম্পানিগুলোর রাজস্ব চাহিদা ধরলে দাম অনেক বেশি বাড়াতে হতো। ভোক্তার কথা মাথায় রেখে দাম সহনীয় পর্যায়ে রাখতে ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে ভর্তুকিরও হিসাব করা হয়নি।

রাজস্ব চাহিদা যাচাই ছাড়া এভাবে দাম বাড়ানো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরামর্শে করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ের প্রেসক্রিপশনে করা হয়নি।

গ্যাসের দাম বাড়ায় নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি প্রসঙ্গে বিইআরসির চেয়ারম্যান বলেন, বিনিয়োগ কমার বিষয়টা এখনই বলা যাবে না। নতুন বিনিয়োগে প্রভাব পড়বে কি না, তা নজরে রাখা হবে। নতুন যারা আসবে, তারা যদি দেখে তাদের পোষাবে, তাহলে তারা আসবে। তারা বিকল্প জ্বালানিও ব্যবহার করতে পারে।

কৌশলে নতুন-পুরোনো সবার বাড়ল দাম

বিইআরসির ঘোষণা অনুযায়ী, ১৩ এপ্রিলের পরে যত গ্যাস-সংযোগ অনুমোদন করা হবে, তাদের বাড়তি দাম দিতে হবে। এ ক্ষেত্রে শিল্পে ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম দিতে হবে ৪০ টাকা। আগে এই দাম ছিল ৩০ টাকা। আর কারখানার নিজস্ব ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম ঠিক করা হয়েছে ৪২ টাকা, যা আগে ছিল ৩১ টাকা ৫০ পয়সা। ১৩ এপ্রিলের আগে গ্যাস-সংযোগ আবেদনের চাহিদাপত্র ইস্যু করা হয়েছে কিন্তু গ্যাস-সংযোগ দেওয়া হয়নি এমন গ্রাহক (শিল্প ও ক্যাপটিভ) তার অনুমোদিত লোডের ৫০ শতাংশের বেশি যে গ্যাস ব্যবহার করবেন, সেটুকু নতুন দামে দিতে হবে। আর পুরোনো শিল্প গ্রাহকেরা অনুমোদিত লোডের বাইরে যতটুকু ব্যবহার করবেন, ঠিক ততটুকুর নতুন দাম দিতে হবে।

এ বিষয়ে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, যতটুকু গ্যাসের অনুমোদন দেয়, অধিকাংশ কলকারখানা অনুমোদিত লোডের শতভাগ ব্যবহার করে, অনেকের আবার তার থেকে বেশি চাহিদা থাকে। ফলে নতুন-পুরোনো সবারই বাড়তি দামে গ্যাস কিনতে হবে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হয় না। বিদ্যমান শিল্পকারখানাগুলো চাহিদামতো গ্যাস পায় না। আর নতুন কারখানার গ্যাস-সংযোগের আবেদন ঝুলে আছে বছরের পর বছর। এমন সরবরাহ পরিস্থিতির মধ্যেও লাফ দিয়ে বাড়ল গ্যাসের দাম। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে শিল্পে গ্যাসের দাম বাড়ানো হয় ১৫০ থেকে ১৭৮ শতাংশ পর্যন্ত। তখন শিল্প ও ক্যাপটিভে প্রতি ইউনিটের দাম করা হয় ৩০ টাকা। পরে গত বছর ক্যাপটিভে দাম বাড়িয়ে করা হয় ৩১ টাকা ৫০ পয়সা।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, গ্যাসের দাম বাড়ানোর ফলে ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতির মুখে পড়বে, তারা অতিরিক্ত খরচ বহন করতে সক্ষম নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত