Ajker Patrika

প্রাইম ব্যাংক ও ইউসিবির ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাইম ব্যাংক ও ইউসিবির ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০০ কোটি টাকা করে উত্তোলনের অনুমোদন পেয়েছে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। ব্যাংক দুটি মোট ৬০০ কোটি টাকার বন্ড উত্তোলন করবে।

অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির শর্তে আজ সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৭৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে কমিশন সভায় প্রাইম ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকা মূল্যের বন্ড প্রস্তাব অনুমোদন করেছে। যার কুপন রেট ৩ শতাংশ থেকে ১০ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রাইম ব্যাংক লিমিটেডের টায়ার ক্যাপিটাল বেজ শক্তিশালী করা হবে। ওই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

একই সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৩০০ কোটি টাকা মূল্যের ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যার মধ্যে ২৭০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৩০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির কুপন রেট ৬ শতাংশ থেকে ১০ শতাংশ। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির টাইয়ার-১ ক্যাপিটাল বেজ শক্তিশালী করা হবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটির ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সোনালি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

টনি ব্লেয়ারের নেতৃত্বেই হতে পারে গাজার অন্তর্বর্তী কর্তৃপক্ষ, কিন্তু তিনিই কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত